• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নতুন রেকর্ডে অ্যান্ডারসন

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা অ্যালিস্টার কুকের সঙ্গে (বাঁয়ে) বল হাতে নতুন রেকর্ডগড়া জেমস অ্যান্ডারসন

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

নতুন রেকর্ডে অ্যান্ডারসন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৮

ভারতের শেষের সারির ব্যাটসম্যান মোহাম্মদ শামির স্টাম্প উড়াতেই মঙ্গলবার নিশ্চিত ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। সেই সঙ্গে রেকর্ড বইয়ের পাতায় নতুন প্রাপ্তি যোগ হয় জেমস অ্যান্ডারসনের। শামিকে আউট করে তিনি এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি পেস বোলার হিসেবে রেকর্ড গড়লেন।

সাবেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রাকে সরিয়ে অ্যান্ডারসনই এখন টেস্টের সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার। ফাস্ট বোলারদের জায়গা থেকে এতদিন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারই ছিলেন শীর্ষে। তবে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে তার ৫৬৩ উইকেট টপকে যান ইংলিশ পেসার। অ্যান্ডারসনের সংগ্রহ ৫৬৪ উইকেট।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে ম্যাকগ্রা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজেই অ্যান্ডারসন তাকে ছাড়িয়ে যেতে পারেন। আর ছাড়িয়ে ইংলিশ পেসার যে উচ্চতায় পৌঁছাবেন, সেখানে অ্যান্ডারসনকে কেউ স্পর্শ করতে পারবেন না বলেও ভবিষ্যদ্বাণী করেছেন ম্যাকগ্রা।

ওভালের চতুর্থ দিনে একই ওভারে শিখর ধাওয়ান ও চেতশ্বর পূজারাকে আউট করে সাবেক অস্ট্রেলিয়ান পেসারকে ধরে ফেলেন অ্যান্ডারসন। তবে পঞ্চম দিনে বল হাতে নিয়েও তাকে ছাড়াতে পারছিলেন না এই পেসার। শেষ পর্যন্ত ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে শামির উইকেট তুলে নিয়ে পেসার হিসেবে এককভাবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারির জায়গা দখল করেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ১১৮ রানে। যাতে পাঁচ ম্যাচের সিরিজ আগেই জিতে নেওয়া ইংল্যান্ড মিশন শেষ করে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে। শামিকে আউট করে নতুন রেকর্ড গড়া অ্যান্ডারসনের ১৪৩ ম্যাচে উইকেট সংখ্যা হলো ৫৬৪।

পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট হলেও টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসন রয়েছেন চতুর্থ স্থানে। উপরের জায়গাগুলো তিন স্পিনারের- মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads