• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
গর্জন দিয়ে শুরু টাইগারদের

বাংলাদেশ ক্রিকেট দল

ছবি : এএফপি

ক্রিকেট

গর্জন দিয়ে শুরু টাইগারদের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

শ্রীলংকার বিপক্ষে অসাধারণ জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে টাইগাররা।

শনিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরিতে ভর করে ২৬১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। টার্গেট তাড়া করতে নামা শ্রীলংকা ৩৫.২ ওভারে ১২৪ রান তুলতেই অলআউট হয়ে যায়। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেন মাশরাফি, মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট শিকার করেন সাকিব, রুবেল ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এশিয়ার ক্রিকেটের অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কা। তাদের এভাবেও হারানো যায়? টাইগাররা পারে বলেই দেখিয়েছে। মরুর বুকে যেন খুশির জোয়ার।

১৯৯৫ সালে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে খেলেছিল বাংলাদেশ। প্রায় দুই যুগ পর খেলতে নেমেই বাজিমাত। লঙ্কানদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছে স্টিভ রোডসের শিষ্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads