• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
প্রমাণের অপেক্ষায় আশরাফুল

স্বপ্নে বিভোর মোহাম্মদ আশরাফুল

সংগৃহীত ছবি

ক্রিকেট

প্রমাণের অপেক্ষায় আশরাফুল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

নিষেধাজ্ঞার কালো অধ্যায় কেটে গেছে। সামনে সোনালি আলোর আভা। সময় এখন সে আলোয় নিজেকে রাঙানো। তার জন্য চাই সুযোগ। ২২ গজের কমব্যাট জোন। সেখানে ব্যাটে রান এলেই হলো। সুযোগ মিলবে আবার জাতীয় দলে। স্বপ্নে বিভোর মোহাম্মদ আশরাফুল। এক সময় যাকে বলা হতো ওয়ান্ডারফুল কিংবা আশার ফুল।

গত প্রিমিয়ার লিগে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। তবে নিজ দল কলাবাগানের অবস্থা ছিল তথৈবচ। ফলে সেঞ্চুরিগুলো পায়নি বাড়তি মাত্রা। আবার সামনে ঘরোয়া ক্রিকেট মৌসুম। পাখির চোখ করে আছেন টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ফিটনেস পরীক্ষায় ১১.৪ পয়েন্ট তুলে অবশ্য জবাব দিয়েছেন আশরাফুল। এবার প্রমাণের অপেক্ষা মাঠে, ব্যাট-বলের লড়াইয়ে।

সে লড়াইয়ের আগে বিসিবি কর্তৃক আয়োজিত একটি ম্যাচের জন্য ডাক পেয়েছেন আশরাফুল। যাতে বেশ উচ্ছ্বসিত তিনি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হাই পারফরম্যান্স (এইচপি), ‘এ’ দল ও প্রথম শ্রেণির ক্রিকেটের সেরা পারফরমারদের সমন্বয়ে একটি ম্যাচ হবে আগামী ১৯-২২ সেপ্টেম্বর। আয়োজক বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। বিসিবির অধীনে চার দিনের ম্যাচটিতে খেলবেন আশরাফুল। বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের ব্যানারে চার দিনের ম্যাচটিতে খেলবেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সানজামুল ইসলাম, সাইফ হাসান, শফিউল ইসলামদের মতো ক্রিকেটার।

এই ম্যাচে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত আশরাফুল। খুলনা যাওয়ার আগে গতকাল আশরাফুল জানান, ‘বিসিবির অধীনে যেকোনো ম্যাচ খেলাই এখন রোমাঞ্চের বিষয়। নিজেকে ভাগ্যবান মনে করছি। যদি ভালো করতে পারি, তাহলে সামনের রাস্তা আরো মসৃণ হবে। হয়তো আবার জাতীয় দলেও ফিরতে পারি। বিশ্বাস করি, আমার ফিটনেস লেভেল এখন বেশ ভালো। এখন দরকার পারফরম্যান্স। আর সেটার জন্যই অপেক্ষায় আছি আমি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads