• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
সুযোগের প্রতীক্ষায় শান্ত-মুমিনুল

অনুশীলনে মুমিনুল

সংগৃহীত ছবি

ক্রিকেট

সুযোগের প্রতীক্ষায় শান্ত-মুমিনুল

বিশ্রামে থাকতে পারেন মুশফিক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিমের। এ খবর পুরনো। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে সঙ্গী কে, এটাই নতুন আলোচনা। সঙ্গে আছে মুশফিক প্রসঙ্গও। পাঁজরে ব্যথার কারণে আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিশ্রামে থাকতে পারেন মুশফিক।

ওপেনিংয়ে লিটনের সঙ্গে ব্যাট করবেন তরুণ নাজমুল হোসেন শান্ত। এটা প্রায় নিশ্চিত। অন্যদিকে মুশফিক যদি বিশ্রামে যান, সেখানে কপাল খুলবে মুমিনুল হকের। দীর্ঘদিন যিনি ওয়ানডে দলের বাইরে। মুমিনুলের সঙ্গে এই তালিকায় আছেন আরিফুল হকও। তবে মুশফিকের স্থলে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ মুমিনুলই।

গত ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন শান্ত। তরুণ বাঁহাতি ব্যাটসম্যানকে এবার স্কোয়াডে রাখা হয়েছে তামিমের চোট সমস্যা মাথায় রেখেই। সেই চোট ঝামেলা না বাধালেও নতুন পাওয়া চোটে ছিটকে গেছেন তামিম। সামনে এসেছেন শান্ত।

মুমিনুল ফিরলে তার জন্যও এটি এক রকম শুরুর মতোই। ২৬টি ওয়ানডে খেলেছেন, তবে শেষটি সেই ২০১৫ বিশ্বকাপে। গত কয়েক বছরে তার ওয়ানডে ক্যারিয়ারে জমেছে ধুলো। একদিক থেকে তাই মুমিনুলের কাজটা বেশি কঠিন। তাকে লড়াই করতে হবে নিজের অতীতের সঙ্গে। নিজেকে চেনাতে হবে নতুন করে।

তামিমের চলে যাওয়া। তারপর তার জায়গায় নতুন খেলোয়াড় বাছাই। সব মিলিয়ে দলের হেড কোচ স্টিভ রোডস বলেন, ‘তামিমকে এই টুর্নামেন্টে আর না পাওয়া দেশের জন্য ও দলের মনোবলের জন্য বড় ধাক্কা। তবে জীবনে একটি দরজা কারো জন্য বন্ধ হওয়া মানে আরেকজনের জন্য দরজা খুলে যাওয়া। অনেকেই আছে খেলাধুলায় নিজের নাম গড়তে চায় কিন্তু সুযোগ সেভাবে পায় না। তামিমের চোট মানে এখানে অন্য কেউ সুযোগ পাবে।’

তিনি আরো বলেন- ‘তামিম নেই, তবে মুমিনুল ও শান্তকে পেয়ে আমরা যথেষ্টই সৌভাগ্যবান, যারা তামিমের জায়গায় খেলতে পারে। তামিমের অভাব পূরণ করা মোটেও সহজ নয়। তবে ওরা দুজনই দারুণ সম্ভাবনাময়।’ মুমিনুল প্রসঙ্গে কোচ বলেন, ‘মুমিনুল টেস্ট ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে। ওর রেকর্ড দুর্দান্ত। তার মানে সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে। আমি খুবই খুশি যে সে ওয়ানডে স্কোয়াডে নিজের জায়গা আদায় করে নিয়েছে।’

মুমিনুল ওয়ানডে খেললেও শান্তর জন্য তা নতুনই। জাতীয় দলের হয়ে তার অভিজ্ঞতা মাত্র একটি টেস্ট। তার মানে আজ লিটনের সঙ্গে খেলতে পারলে ওয়ানডেতে অভিষেক হবে রাজশাহীর তরুণ এই ক্রিকেটারের।

বাংলাদেশ ইতোমধ্যে সুপার ফোরের খেলা নিশ্চিত করেছে। ফলে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি নিয়মরক্ষার। তবে জয়-পরাজয়ে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে। প্রথম ম্যাচে বাংলাদেশ ১৩৭ রানে পরাজিত করে শ্রীলঙ্কাকে। আফগানিস্তানও দাপুটে জয় পায় লঙ্কানদের বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads