• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক আসগর স্টানিকজাই। 

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে দারুণ উজ্জীবিত বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে হারিয়েই একই রকম উজ্জীবিত আফগানিস্তানও।  

যদিও ম্যাচে জয়-পরাজয়ে টুর্নামেন্টে দুই দলের অবস্থানে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে সম্প্রতি দুই দলের দ্বৈরথ আলাদা করে উত্তাপ ছড়াচ্ছে। আর তাই একে অপরকে ছাড় দিতে নারাজ।

তারপরেও বাংলাদেশ দলে কিছুটা পরিবর্তন আসছে। এই ম্যাচে দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে আবু হায়দার রনি এবং নাজমুল হোসেন শান্তর।

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ দলে আসছে তিনটি পরিবর্তন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া তামিমের পরিবর্তে দলে অভিষেক হচ্ছে নাজমুল হাসান শান্তর।

অন্যদিকে ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ পেসার আবু হায়দার রনির। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে।

এছাড়া আগে থেকে ইনজুরিতে ভোগা মুশফিকও এ ম্যাচে মাঠে নামছেন না। এর ফলে তিন বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: লিটন দাশ, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইনসানুল্লাহ, রহমত শাহ, আসগর স্টানিকজাই (অধিনায়ক), হাসমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবুদিন নবী, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর-রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads