• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের টার্গেট ২৫৬

বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বাংলাদেশের টার্গেট ২৫৬

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

লোয়ার অর্ডারের নৈপুণ্যে লড়াইয়ের পুঁজি পেলো আফগানিস্তান। শেষ দিকে রশিদ খান এবং গুলবুদ্দিনের বাটে ভর করে ২৫৫ রান তুলে নেয় আফগানিস্তান।

আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন আবু হায়দার রনি। ৮ রানে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইনসানুল্লাহ জানাত। এক ওভার বিরতি দিয়ে রহমত শাহকে (১০) তুলে নেন রনি। ভয়ঙ্কর হয়ে ওটা হার্ডহিটার মোহাম্মদ শাহজাদকের (৩৭) দিয়ে শুরু করেন সাকিব আল হাসান।

এরপর একে একে অধিনায়ক আজগর আফগান (৮), সামিউল্লাহ সেনওয়ারী (১৮), এবং মোহাম্মদ নবীকে (১০) তুলে নেন তিনি। মাঝে অর্ধশতক (৫৮) হাঁকানো হাসমতুল্লাহ শহিদীকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করান রুবেল হোসেন।

১৬০ রানে ৭ উইকেট হারিয়ে ধুকতে থাকা আফগানিস্তান শিবিরে স্বস্তি ফেরান গুলবুদিন নবী এবং রশিদ খান। মাত্র ৩২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। ৩৮ বলে গুলবুদ্দিনের ব্যাট থেকে আসে অপরাজিত ৪২ রান।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট তুলে নেন সাকিব। রনির ২ উইকেটের সঙ্গে ১টি উইকেট তুলে নেন রুবেল।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ২৫৫/৭ শাহজাদ ৩৭, হাসমতুল্লাহ ৫৮, গুলবুদিন ৪২*, রশিদ ৫৭*।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads