• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
ভারতের কাছে ৭ উইকেটের হার

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ভারতের কাছে ৭ উইকেটের হার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

টানা দুই ম্যাচে বড় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাশরাফিরা। বাংলাদেশের দেওয়া লক্ষ্য ভারত ১৩.৪ ওভার হাতে রেখেই তুলে ফেলে রোহিত শর্মারা।

বাংলাদেশ ১৭৪ রানের টার্গেট দেয় ভারতকে। রোহিত শর্মার অসাধারণ ইনিংসে লক্ষ্যে পৌঁছাতে বেগ পেতে হয়নি ভারতের। ওপেনিংয়ে নেমে ৮৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক।

এদিকে ধাওয়ান ৪০ রানের মাথায় সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান। তিন নম্বরে নামা আম্বাতি রাইডুর ব্যাট থেকে আসে ১৩ রান। ধোনির ব্যাট থেকে আসে ৩৩ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন সাকিব-রুবেল-মাশরাফি।

এদিকে ব্যাটিং-বোলিং কোনটাতের তেমন একটা কিছু দিতে পারেনি বাংলাদেশ। মাশরাফি-মিরাজের ৬৮ রানই ছিলো বাংলাদেশের সবচেয়ে বড় ঝুটি। দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৭৩।

এরপর ভারত ১৭৪ রানের লক্ষ নিয়ে মাঠে নামলো। বাংলাদেশের বিপক্ষে রোহিতের ব্যাটে যেন বিদ্যুৎ চমকাতে লাগলো! সেঞ্চুরি না করলেও তিনি একাই করলেন টার্গেটের প্রায় অর্ধেকের কাছাকাছি ৮৩ রান। থাকলেন অপরাজিতও! অন্যদিকে ধনিও করেছেন ৩৩ রান।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ! এখন ফাইনালে খেলতে হলে হলে পরের দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে টাইগারদের। আগামীকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশ দলের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads