• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন মাশরাফি

পেসার মাশরাফি বিন মুর্তজা

সংগৃহীত ছবি

ক্রিকেট

২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন মাশরাফি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে কাল ২ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেসের বলে সপাটে ব্যাট চালিয়েছিলেন হাশমতউল্লাহ শহিদি। কিন্তু আফগান ব্যাটসম্যান মাশরাফির চালাকি ধরতে পারেননি। ওটা ছিল স্লোয়ার। টাইমিং মিস করে আগেই শট খেলে ফেলায় বলটা হাশমতউল্লাহর ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানল স্ট্যাম্পে।

মাশরাফির অভিষেক ২০০১ সালে। তার ১০ বছর পরে অভিষিক্ত হয়ে ২০টি ওয়ানডে বেশি খেলেছেন বিরাট কোহলি। পায়ের সাত-সাতটি অস্ত্রোপচার তাকে দমাতে পারেনি। এই চোটের ভয়াল গ্রাসে চলে গেছে তার ক্যারিয়ারের সিংহভাগ সোনালি সময়। যেটুকু বাকি আছে, তা পুঁজি করেই মাশরাফি পেয়ে গেলেন আড়াই শ উইকেটের দেখা। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট শিকারের গৌরবতিলক এখন তার।

চোট তাকে পিছিয়ে দিলেও শুধু মনের জোর দিয়েই ‘নড়াইল এক্সপ্রেস’ টপকে গেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে। আর বেশ আগেই মাশরাফির পেছনে পড়েছেন তারই বোলিং গুরু কোর্টনি ওয়ালশ (২২৭), হিথ স্ট্রিক কিংবা ওয়ালশের বোলিং সতীর্থ কার্টলি অ্যামব্রোস (২২৫)। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শোয়েব আখতার। ক্যারিয়ারজুড়েই গতির হলকা ছোটানো পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা এই পেসারকে কাল টপকে গেলেন মাশরাফি। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নেওয়ার মধ্য দিয়ে।

১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৪৭ উইকেট নিয়ে থেমেছিলেন শোয়েব। বাংলাদেশের হয়ে মাশরাফির উইকেটসংখ্যাও ছিল ২৪৭। তাহলে প্রশ্ন ওঠে, আড়াই শ উইকেট হলো কীভাবে? এই মাইলফলক ছুঁতে তো আরো একটি উইকেট লাগবে! হ্যাঁ তা বটে। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মাশরাফির উইকেটসংখ্যা ২৪৯। বাকি ১ উইকেট পেয়েছেন এশিয়া একাদশের হয়ে।

তার চোট বিবেচনায় নিলে যতটুকু পেরেছেন বা পারছেন, তাতেই অনেকের কাছে প্রেরণার অপর নাম। তিনি আপাতত আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। হাতে তাই খুব বেশি সময় নেই। পঁয়ত্রিশ ছুঁয়ে ফেলবেন আগামী মাসে। ওয়ানডে ইতিহাসে উইকেটসংখ্যায় শীর্ষ ১০ পেসারের তালিকায় পৌঁছাতে মাশরাফির চাই আরো ৩৫ উইকেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads