• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ভারতের-আফগানিস্তানের শ্বাসরুদ্ধকর ’টাই’

ভারতের-আফগানিস্তান ম্যাচে ’টাই’

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ভারতের-আফগানিস্তানের শ্বাসরুদ্ধকর ’টাই’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

নিয়মরক্ষার ম্যাচে ভারতের সাথে ম্যাচ টাই করেছে আফগানিস্তান। ভারত আগেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছিল। অন্যদিকে আফগানরা বিদায় নিয়েছিল। অথচ সেই ‘ঘুমপাড়ানি’ ম্যাচটিই হয়ে গেল ওয়ানডের ইতিহাসের অন্যতম সেরা উত্তেজনাপূর্ণ ম্যাচ।

ম্যাচের শেষ ওভারে টান টান উত্তেজনা। এক রান করতে পারলেই জিতে যাবে ভারত। কিন্তু রশিদ খানের বলে রবীন্দ্র জাদেজার আউটের সঙ্গেই ভারতের ইনিংস শেষ হয়।

২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে অল আউট হয়ে যায় ভারত। জয়ের জন্য শেষ দুই বলে এক রান প্রয়োজন ছিল ভারতের । কিন্তু ওভারের পঞ্চম বলে রবিন্দ জাদেজা ক্যাচ আউট হলে দুই দলের স্কোর সমান হয়ে যায়।

প্রতিপক্ষ আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির বিপক্ষে ভারতের সহজেই জয় পাওয়ার কথা। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে সে দলটির বিপক্ষে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও পারেনি। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা শেষ দিকে ছিল একেবারেই নাজেহাল। এক পর্যায়ে মনে হয়েছিল ভারতের জয় পাওয়া কঠিনই হয়ে যাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে, ম্যাচটি অমীমাংসিত থেকেছে।

দুই ওপেনার লোকেশ রাহুল (৬০) ও আম্বাতি রাইডু (৫৭) শুরুটা বেশ ভালোই করেছিলেন। এরপর দিনেশ কার্তিক ৪৪ রান করে ফিরে গেলে ভারত কিছুটা চাপে পড়ে যায়। পরে রবিন্দ্র জাদেজা ২৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেতি পারেনি।

সংক্ষিপ্ত স্কোর বিবরণী 

আফগানিস্তান: ২৫২/৮ (৫০ ওভার)
ভারত: ২৫২ (৪৯.৫ ওভার)
ম্যান অব দা ম্যাচ : মোহাম্মদ শাহজাদ (১১৬ বলে ১২৪ রান)

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads