• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পাকিস্তানের বিপক্ষে ওপেনিং নিয়ে চিন্তিত বাংলাদেশ

ব্যাটসম্যানদের ব্যর্থতার দলের চিন্তার কারণ

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ওপেনিং নিয়ে চিন্তিত বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

পুরো এশিয়া কাপ জুড়েই টাইগারদের চিন্তার জায়গা ওপেনিং। কোচের ভাবনায়ও সেটি। এদিকে আজকের ম্যাচে যে দল জিতবে ফাইনাল খেলবে সেই দল। সে ক্ষেত্রে এশিয়ায় কাপের অঘোষিত ফাইনাল আজ। ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে, জয় পেয়েছে দুই'টিতে। তবে

এশিয়া কাপের প্রথম ম্যাচে তামিমের ছিঁটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। গত কয়েকটা সিরিজে তামিমই বাংলাদেশের ভালো সূচনার নৈপথ্যে ছিলেন। দেশসেরা ওপেনারকে হারিয়ে খেঁই হারিয়ে ফেলেন বাংলাদেশ। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ওপেনিং জুটিতে এসেছে ১৫ রান, ভারতের বিপক্ষেও এসেছে ১৫ রান, এরপর আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে আসে ১৬ রান।

প্রথম তিন ম্যাচে ১৩ করেন লিটন দাস। তবে, সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ৪১ রান করে কিছুটা ছন্দে ফিরেছেন লিটন। অন্যদিকে, তামিমের বদলি হিসেবে সুযোগ পাওয়া শান্ত যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না। তিন ম্যাচে করেছেন মাত্র ২০ রান।

আজ পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরা ম্যাচের আগে তাই কোচের ভাবনায় সেই ওপেনিং। স্টিভ রোডস বলেন, ‘ওপেনারদের ব্যর্থতা অবশ্যই উদ্বেগের। শেষ ম্যাচে (মাহমুদউল্লাহ) রিয়াদ ও ইমরুল কার্যকরী একটা জুটি গড়েছে। যা আমাদের কঠিন অবস্থা থেকে বের করে এনেছে। কিন্তু সত্যি বলতে আমাদের শুরুটা ভালো হওয়া দরকার, নয়তো ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে।’

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে শেষ তিন বছরে বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। শেষবার ২০১৫ সালে দুদল একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। যেখানে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads