• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মুশফিক-মিঠুনের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ২৩৯

মুশফিক ও মিঠৃুন

সংগৃহীত ছবি

ক্রিকেট

মুশফিক-মিঠুনের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ২৩৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

১২ রানে ৩ উইকেট হারালেও মুশফিকুর রহিম ও মিঠুনের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোর পর্বে এই দুই ব্যাটসম্যানের ১২৮ রানের জুটির উপর ভর করেই এ লড়াকু সংগ্রহ পেয়েছে টাইগাররা।

আজ বুধবার বিকেলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

খেলার শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। পাঁচ বল খেলে শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। জুনায়েদ খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার যায়গায় ব্যাটিংয়ে নেমে শাহীন শাহ আফ্রিদির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। এরপরই ১৬ বলে ছয় রান করে মুমিনুলের পথ ধরেন লিটন দাস। তিনিও বোল্ড হদু'জনে গড়েন ১৪৪ রানের দুর্দান্ত জুটি। নিজের ৬০ রানে ক্যাচে দিয়ে আউট হন মিঠুন। তার আউটের পর ক্রিজে আসেন ইমরুল কায়েস। কিন্তু তিনি এ ম্যাচে আর ভালো করতে পারেননি। আত্মবিশ্বাসী শুরু করলেও এলবিডব্লিউ হয়ে ফেরেন ৯ রানে। তবে মুশফিক দুর্দান্ত গতিতে এগিয়ে যান। নিজের ৯৫ রানে ৪ মেরে ৯৯ করেন। কিন্তু পরের শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

তারপর ক্রিজে থাকা মাহমুদুল্লাহও ভরসা দিতে পারেননি দলকে।  ৩১ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ।  আর ৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।  

তিন পরিবর্তন এনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আঙ্গুলের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া একাদশে নেই নাজমুল ইসলাম অপু ও নাজমুল হোসেন শান্ত। তাদের পরিবর্তে একাদশে এসেছেন মোমিনুল হক, সৌম্য সরকার ও রুবেল হোসেন।

পাকিস্তান দলে একটি পরিবর্তন এসেছে। বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁ-হাতি পেসার জুনায়েদ খান।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোমিনুল হক ও ইমরুল কায়েস।

পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলী, মুহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলী ও জুনায়েদ খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads