• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আবারও সেই স্বপ্নভঙ্গ

শেষ বলে শিরোপা হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ছবি : এএফপি

ক্রিকেট

আবারও সেই স্বপ্নভঙ্গ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

ম্যাচ শেষ হতেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছুটল আতশবাজির ফোয়ারা। তাতে রাতের আকাশজুড়ে আলোর মিছিলেও অন্ধকার মুখ বাংলাদেশ দলের। সে অন্ধকার আরেকবার এশিয়া কাপ ফাইনালে ট্রফি হাতছাড়া করার। এবারের ফাইনালেও বাংলাদেশের সঙ্গী হলো হার। ভারত ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে সপ্তমবারের মতো জিতলো এশিয়া কাপের ট্রফি।

শেষ ওভারের শেষ বলে। মাহমুদুল্লাহর কাঁধে পড়লো বাংলাদেশের ভার। সেই ভার সামলে উঠতে পারলেন না তিনি। শেষ বলে জয়ের জন্য ১ রান তুলে নিলো ভারত। এশিয়া কাপ জিতলো ৩ উইকেটে।

২২২ রানের পুঁজি নিয়েও জানবাজি রাখা সে লড়াইয়ে অগ্রযোদ্ধা কখনো রুবেল হোসেন, কখনো মুস্তাফিজুর রহমান, আবার কখনো অধিনায়ক মাশরাফি নিজে।

চ্যালেঞ্জ নিয়েই শেষ ওভার করতে আসা মাহমুদ উল্লাহ ম্যাচ নিয়ে যান একেবারে শেষ বল পর্যন্ত। শেষ বলে ১ রানের সেই প্রয়োজন মেটান খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করতে থাকা কেদার যাদব।

স্কোর:

বাংলাদেশ : ২২২ রান ৪৮.৩ ওভারে (অলআউট)

ভারত : ২২৩ রান ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে

ফল : ভারত ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস

ম্যান অব দ্য টুর্নামেন্ট: শিখর ধাওয়ান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads