• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেশে ফিরেই হাসপাতালে সাকিব

হাসপাতালে সাকিব আল হাসান

ক্রিকেট

দেশে ফিরেই হাসপাতালে সাকিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

বাঁ হাতের আঙুলে পুরনো চোট। ব্যথানাশক ইনজেকশন নিয়েই খেলে গেছেন ধারাবাহিক ম্যাচ। তবে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের সঙ্গে আর পেরে ওঠেননি। আঙুলের ব্যথা মাথা চাড়া দেওয়ায় দ্রুতই দেশে ফিরে আসতে হয় সাকিব আল হাসানকে। আঙুলের অবস্থা এতই খারাপ যে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। চোট পাওয়া বাঁ হাতের কনিষ্ঠায় সংক্রমণের কারণে ছোটখাট সার্জারিও করতে হয়েছে তার।

গত বুধবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন সাকিব। দেশে ফেরার পর অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই হাতের অবস্থার অবনতি হওয়ায় পরশু ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তার আঙুলে একটি অস্ত্রোপচার হয়েছে। আরেকটি অস্ত্রোপচার লাগবে বলে গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে জানান সাকিব। দেশের হয়ে আবার দ্রুত মাঠে নামতে দেশবাসীর দোয়া চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিজের ভেরিফাইড ফেসবুকে সাকিব জানান, ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব (করায়) ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ মিলি পুঁজ বের করতে হয়েছে। আপনাদের দোয়ায় খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি। তবে দ্রুতই আরো একটি সার্জারি করাতে হবে। আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি।’

সাকিব বাঁ হাতে আঙুলের চোটে পড়েছিলেন চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। যে ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই চোট কাটিয়ে খেলেন শ্রীলঙ্কার নিদাহাস টুর্নামেন্টে। তখন ধারণা করা হয়েছিল চোটমুক্ত সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে মাথাচাড়া দেয় পুরনো চোট। ব্যথা তীব্র হওয়ার পর স্ক্যান করে দেখতে পান আঙুলের মাঝের হাড় সরে গেছে।

এশিয়া কাপের আগেই সাকিবের আঙুলে অস্ত্রোপচার নিয়ে কথা হয় অনেক। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিবের ইচ্ছাতেই সব হবে। কিন্তু বোর্ডের এমন ইচ্ছাও ছিল অগোচরে এশিয়া কাপটা খেলেই অস্ত্রোপচার হোক সাকিবের। সে মোতাবেকই হচ্ছিল সব। পুরনো চোট নিয়েই আরব আমিরাতে খেলতে থাকেন সাকিব। কিন্তু আর কত, পুরনো ব্যথা বিগড়ে গেল। দেশে ফিরে আসতে হলো তাকে।

এশিয়া কাপের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে সাকিব থাকছেন না অনুমিতভাবে। মূল অস্ত্রোপচারের জন্য সাকিব যুক্তরাষ্ট্র না অস্ট্রেলিয়ায় যাবেন, সে সিদ্ধান্ত আসবে দ্রুতই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads