• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ইনজুরি টেনশন টাইগারদের

মিরপুরে গতকাল অনুশীলনে গভীর মনোযোগী মাশরাফিরা

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

ইনজুরি টেনশন টাইগারদের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৮

একসময় বাংলাদেশ ক্রিকেটে শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই সাফল্য পেত। বাকি সব দলের সঙ্গে হার আর হার ছিল প্রাপ্তি। এখন সময় বদলেছে। বাংলাদেশ এখন বিশ্বের সব দলের সঙ্গেই জিততে সক্ষম। তারপরও যেহেতু ইনজুরি সমস্যায়, তাই কিছুটা টেনশন নিয়েই সফরকারী জিম্বাবুয়েকে মোকাবেলা করবে টাইগাররা। আজই ঢাকায় পা রাখার কথা জিম্বাবুয়ে দলের।

বাংলাদেশ দলের সিনিয়র ও সেরা তারকারা ইনজুরির জন্য ছিটকে পড়েছেন দল থেকে। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে নামতে পারবেন না সহসাই। যদিও তিনি খুব দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী। তারপরও এই সফরে ওপেনার তামিম ইকবাল খেলতে পারবেন না অন্তত কয়েক সপ্তাহ। ফলে নতুন এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও ওপেনিংয়ে তামিম ইকবালের অভাব বোধ করবে বাংলাদেশ। অন্যদিকে বোলিংয়ে টাইগারদের মূল ভরসা হবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এশিয়া কাপে তার দারুণ পারফরম্যান্সটা খুব ইতিবাচক। এই সিরিজেও ফিজকে একই ভূমিকায় পেতে চাইবে বাংলাদেশ।

আগামী ২১ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে। ২৪ অক্টোবর দ্বিতীয় ও ২৬ অক্টোবর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে সিলেটে চলে যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। আগামী ৩ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ শেষ করে ঢাকায় ফিরবে দুই দল। ১১ নভেম্বর মিরপুরে শুরু হবে টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ। সিরিজে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর টেস্ট ম্যাচের প্রতিদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।

দু’দলের মোট ১৪ টেস্টে জিম্বাবুয়ে ৬টি এবং বাংলাদেশ ৫টি জয় পেয়েছে। বাকি ৩টি টেস্ট ড্র হয়েছে। আর ওয়ানডেতে ৬৯টি ম্যাচে বাংলাদেশ ৪১টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে। জিম্বাবুয়ে ওয়ানডে খেলছে ১৯৮৩ সালের বিশ্বকাপ থেকে। আর বাংলাদেশ ওয়ানডে খেলছে ১৯৮৬ সাল থেকে। ১৯৯২ সালে টেস্ট স্ট্যাটাস পায় জিম্বাবুয়ে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ২০০০ সালে। তা সত্ত্বেও এবার ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশই ফেভারিট। যদিও ইনজুরি সমস্যা নিয়ে কিছুটা চিন্তিত বাংলাদেশ দল। 

যারা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে ঘরের মাঠে পরাজিত করার সক্ষমতা রাখে, তারা জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে হেরে গেলে লজ্জায় পড়ে যাবে। আর এ কারণেই জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি সতর্ক ইনজুরিগ্রস্ত বাংলাদেশ দল। টেস্ট হোক, কিংবা ওয়ানডে হোক জিম্বাবুয়েকে অবহেলা করা যাবে না। তাতে বিপদ ঘটতেও পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads