• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘এই ট্রফি আমরাও জিতব একদিন’

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে। গতকাল মিরপুরে ট্রফির সঙ্গে ফটোসেসনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

‘এই ট্রফি আমরাও জিতব একদিন’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

১০ দশমিক ৮০ কেজি ওজন। উচ্চতা ৬৪ সেন্টিমিটার। সোনালি আভায় আলোকিত পুরো ট্রফি। দেখলেই যেন ছুঁতে মন চায়। আগামী বছর ইংল্যান্ডে বসবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে চার দিনের সফরে বাংলাদেশে এসেছে বিশ্বকাপের সেই ট্রফি। ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ঘুরে বিশ্বকাপ ট্রফি গতকাল সারা দিন ছিল মিরপুরের হোম অব ক্রিকেটে।

সকাল ১০টায় মিরপুরে এসে পৌঁছায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ক্রিকেট একাডেমির সামনে ট্রফি উন্মোচন করেন প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি উন্মোচন শেষে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ইউনিসেফের তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুরা। এরপর ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

চোখের সামনে বিশ্বকাপ ট্রফি। অথচ ত্রিদেশীয় সিরিজেরই কোনো ট্রফি এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। কয়েকবার ফাইনালে উঠেও অস্পর্শ থেকেছে আরাধ্যের ট্রফি। বিশ্বকাপ সেখানে দূরের বাতিঘর। যদিও গত বিশ্বকাপেই বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে। কিন্তু ভারতের কাছে বিতর্কিত হারে স্বপ্নভঙ্গ হয়েছিল ফাইনালে ওঠার। তারপরও দলের অগ্রযাত্রায় নতুন করে স্বপ্ন দেখতে বাধা নেই কারো। যেমনটি দেখছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি পাশে রেখে তিনি বলেছেন, একদিন আমরাও জিতব এমন ট্রফি।

তিনি বলেন, ‘একদিন এই বিশ্বকাপ ট্রফি অবশ্যই আমাদের ঘরে আসবে ইনশাল্লাহ। এখন আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি অবশ্যই সামনের বিশ্বকাপে ভালো ফল আশা করি। বিশ্বকাপ শব্দটাই অন্যরকম। এটা সব সময়ই উজ্জীবিত করে ইয়াং স্টারদের। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে আমরা ভালো করব।’

এশিয়া কাপসহ কয়েকটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও হেরেছে বাংলাদেশ। কবে আসবে সেই স্বপ্নের দিন। নান্নু অবশ্য প্রবল আশাবাদী। তার মতে, ‘আমরা এখন যথেষ্ট অভিজ্ঞ দল। আমাদের ফাইনাল খেলার অভ্যাসটা হয়ে গেছে। সেই আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা থেকে আমার বিশ্বাস সামনের বিশ্বকাপে ভালো করা সম্ভব।’

গতকাল সারা দিন মিরপুরেই ছিল বিশ্বকাপ ট্রফি। আজ বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের কাছ থেকে দেখার ও ছবি তোলার জন্য ট্রফিটি রাখা হবে যমুনা ফিউচার পার্কে। সেখান থেকে ট্রফি যাবে সিলেটে। কাল শুক্রবার সুবিধাবঞ্চিত শিশুদের ফটোসেশনের পর বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি রাখা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বিকাল সাড়ে ৪টায় তা নিয়ে যাওয়া হবে সিলেট ক্যাডেট কলেজ হাইস্কুলে। শনিবার সিলেট ঘুরে ট্রফি যাবে চট্টগ্রামে। সেখানে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ট্রফিটি রাখা হবে এমএ আজিজ স্টেডিয়ামে। এর পরদিন বাংলাদেশ থেকে নেপাল সফরে যাবে বৈশ্বিক এই সোনা রঙা ট্রফি।

ট্রফির ভ্রমণ শুরু হয় গত ২৭ আগস্ট থেকে। ৯ মাসে পাঁচ মহাদেশের ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে বিশ্বকাপ ট্রফিটি। বাংলাদেশ শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে পৌঁছাবে ট্রফি। তবে নিরাপত্তার কারণে টেস্ট স্ট্যাটাসপ্রাপ্ত হয়েও আফগানিস্তানে যাচ্ছে না এই ট্রফি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads