• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘এগারো হাজারি’ তুষার

তুষার ইমরান

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘এগারো হাজারি’ তুষার

তৃতীয় রাউন্ডের চার ম্যাচই অমীমাংসিত

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে জোড়া সেঞ্চুরিতে ইনিংস রাঙান তুষার ইমরান। তৃতীয় রাউন্ডে খুলনা বিভাগের দ্বিতীয় ইনিংসে পেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। তাতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মালিক হলেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। এদিকে গতকাল বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের চারটি ম্যাচই অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই মাইলফলক তুষার স্পর্শ করেছেন রংপুরের বিপক্ষে। গতকাল লাঞ্চের মাত্র ২ বল আগে আউট হন চমৎকার এক ইনিংস খেলে। ১০ হাজার ৯০৬ রান নিয়ে রংপুরের মুখোমুখি হয়েছিলেন তুষার। প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে আউট হন। বাকি ৭২ রান করেন দ্বিতীয় ইনিংসে। ৬৩ রানে অপরাজিত থেকে শেষ দিন খেলতে নামেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই মাইলফলক স্পর্শ করতে বেশি সময় নেননি। শুধু কীর্তি গড়েই ক্ষান্ত হননি তুষার। ১৬৩ বলে ৮ চারে সেঞ্চুরি করেন তিনি। তার ১০৩ রানের দুর্দান্ত ইনিংস থামান তানভীর হায়দার। ১৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ শেষে তুষারের গড় রান ৪৪.২৫। ক্যারিয়ার সেরা রান ২২০।

বরিশালে স্বাগতিক দল প্রথম ইনিংসে ১৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২৯ এবং রাজশাহী একমাত্র ইনিংসে ১৫৫ রান করে।

খুলনায় স্বাগতিক দল প্রথম ইনিংসে ৩০৪ ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৩৪ (ডিক্লেয়ার্ড) এবং রংপুর প্রথম ইনিংসে ৩১৫ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৯১ রান করে।

বগুড়ায় ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৫৪ (ডিক্লেয়ার্ড) এবং চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫৯ রান করে।

কক্সবাজারে সিলেট একমাত্র  ইনিংসে ৯ উইকেটে ৩৫৫ (ডিক্লেয়ার্ড) এবং ঢাকা ৩ উইকেটে ৫৫ রান করে। 

টেবিলের টায়ার-১-এ রাজশাহী ১২.৯৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, খুলনা ৯.৯৫ পয়েন্টে দ্বিতীয়, বরিশাল ৯.৬১ পয়েন্টে তৃতীয় এবং রংপুর ৮.৪৩ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে। আর টায়ার-২-এ ঢাকা মেট্রো ১৮.৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, ঢাকা বিভাগ ১৩.৫ পয়েন্টে দ্বিতীয়, চট্টগ্রাম ৬ পয়েন্টে তৃতীয় এবং সিলেট ৪.৫ পয়েন্টে চতুর্থ স্থানে অবস্থান করছে।

আগামী ২২ অক্টোবর চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads