• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রস্তুতি ম্যাচে বিসিবির অধিনায়ক সৌম্য

বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার

সংগৃহীত ছবি

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে বিসিবির অধিনায়ক সৌম্য

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল আসন্ন ওয়ানডে সিরিজের জন্য সাভারের বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের সঙ্গে। আজ শুক্রবার ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে গত মঙ্গলবার ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

আগামী ২১ অক্টোবর জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর। সব ম্যাচই হবে দিবারাত্রিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। এটিই হবে সিলেটের মাঠে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১১ নভেম্বর থেকে। টেস্ট সিরিজের আগে জিম্বাবুয়ে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচের ভেন্যু এখনো ঠিক হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একটি জয়ও পায়নি তারা। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

জিম্বাবুয়ে শক্তিশালী দল নিয়েই এসেছে। ওয়ানডে ও টেস্টে শুরুতে সিকান্দার রাজাকে রাখা হয়নি। পরে দলে এ ক্রিকেটারকে যোগ করা হয়েছে। ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্ব দেবেন হ্যামিল্টন মাসাকাদজা।

জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা ও কেফাস ঝুওয়াও।

বিসিবি একাদশ : সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন চৌধুরী, মোর্শেদুল আক্তার ও নাইম হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads