• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

টস করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

সংগৃহীত ছবি

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ

টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

সফরকারী জিম্বুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে আসা ফজলে মাহমুদ রাব্বির অভিষেক হচ্ছে। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
এশিয়া কাপের ফাইনালে খেলা দল থেকে এসেছে দুটি পরিবর্তন। মাত্রই জ্বর থেকে সেরে উঠা পেসার রুবেল হোসেন নেই একাদশে। আর স্কোয়াডেই ছিলেন না সৌম্য সরকার। ৩০ বছর বয়সে অভিষিক্ত ফজলে রাব্বি বাংলাদেশের ১২৯তম ওয়ানডে ক্রিকেটার। আর গত জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে সবশেষ ওয়ানডেতে খেলেছিলেন সাইফ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads