• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

ক্রিকেট

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪৭ রান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

সিরিজ ও ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪৭ রান।  বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়েছে সফরকারি জিম্বাবুয়ে দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিততে টাইগারদের এখন এ রান প্রয়োজন।  

আজ বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাটে নামা জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। কিন্তু দ্বিতীয় উইকেটে ৫২ ও তৃতীয় উইকেট ৭৭ রানের জুটিতে ভালো ভিত্তি পায় তারা। কিন্তু বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের নিয়ন্ত্রনে রাখে। আর এতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে তারা।

জিম্বাবুয়ে শুরুতে ১৮ রানের মাথায় ওপেনার মাসাকাদজাকে হারায়। এরপর ৭০ রানের মাথায় ফিরে যান জহুয়া। তিনি ফিরে যাবার পর টেইলর-উইলিয়ামসের উইকেটে ভর করে ৭৭ রান যোগ করে সফরকারীরা। এরপর ব্যক্তিগত ৭৫ রানে টেইলরকে ফেরান মাহমুদুল্লাহ। এরপর জিম্বাবুয়ে দলের হাল ধরেন রাজা-উইলিয়ামস।  সাইফউদ্দিনের বলে শেন উইলিয়ামস ৪৭ রানে সাজঘরে ফেরেন। 

টেইলর-উইলিয়ামসকে আউট করেও সফরকারী দলকে বড় চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। টেইলরের পরে ক্রিজে আসা সিকান্দার রাজা ব্যাট হাতে দৃঢ়তা দেখাতে শুরু করেন। তিনি ৬১ বলে ৪৯ রান সংগ্রহ করেন। এরপর মাশরাফির বলে আউট হন তিনি। জিম্বাবুয়ের রান তখন ৪৫.৩ ওভারে ৫ উইকেটে ২২৯। দলের ওই রানেই ফিরে যান পিটার মুর। পরের ৪ ওভারে ৪ উইকেট হাতে নিয়েও জিম্বাবুয়ে মাত্র ১৭ রান তুলতে পারে। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট পেয়েছেন সাইফউদ্দিন।  তিনি ১০ ওভারে ৪৫ রান দিয়ে সংগ্রহ করেছেন ৩ উইকেট।  এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মেহেদি মিরাজ এবং মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন। 

বাংলাদেশ এ ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে। এক পরিবর্তন নিয়ে মাঠে নামে জিম্বাবুয়ে। তাদের দলে ফিরেছেন এলটন চিগুমবুরা। চট্টগ্রামে শিশির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া চট্টগ্রামে সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জিতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন। ব্যাটিং উইকেট হিসেবে সমাদর পাওয়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই রান টাইগারদের হাতের নাগালে আছে বলতে হবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, এলটন চিগুমবুরা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads