• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
তৃতীয় ওয়ানডে দলে সৌম্য

মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

তৃতীয় ওয়ানডে দলে সৌম্য

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার খুলনা ছেড়ে এখন চট্টগ্রামে। গতকাল তিনি জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে ছিলেন খুলনার মাঠে। হঠাৎ ডাক পড়ল চট্টগ্রামে। তাই গতকালই চলে যান চট্টগ্রামে। জাতীয় লিগের মাঝপথে তাকে অন্তর্ভুক্ত করা হলো তৃতীয় ওয়ানডের দলে।

এ নিয়ে পরপর দুটি সিরিজের মাঝপথে আচমকা দলে নেওয়ার ঘটনা ঘটল সৌম্যর ক্ষেত্রে। গত এশিয়া কাপের সময়ও জাতীয় লিগের ম্যাচ খেলার সময় ডাক পেয়েছিলেন ওয়ানডে দলে। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে খেলেছিলেন দুটি ম্যাচ। তারপর আবার জায়গা হারান জিম্বাবুয়ে সিরিজের দলে।

হঠাৎ করেই কেন সৌম্যকে দলে নেওয়া হলো তার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘সৌম্য আগে থেকেই পরিকল্পনায় ছিল। জাতীয় লিগে রান করছে, প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে। উইকেটও পাচ্ছে নিয়মিত। একাদশের বাইরে থাকা সবাইকে শেষ ম্যাচে দেখার ইচ্ছে আছে। যদি একাদশে সে থাকে, তাহলে সৌম্যকে তিন বা সাত নম্বরে খেলানো হতে পারে।’

রাজশাহীর বিপেক্ষে জাতীয় লিগের চলতি ম্যাচটিতে খুলনার হয়ে প্রথম ইনিংসে ৬৬ রান করেছেন সৌম্য, উইকেট নিয়েছেন দুটি। আগের রাউন্ডে রংপুরের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ৭১ ও ৭৬, উইকেট নিয়েছিলেন ৫টি। জাতীয় লিগের প্রথম রাউন্ডে করেছিলেন সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে করেছিলেন অপরাজিত সেঞ্চুরি। তবে ওয়ানডেতে সবশেষ ৮ ইনিংসে কোনো ফিফটি নেই সৌম্যর, দুবার মাত্র ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। এখন দেখার বিষয়, সৌম্য তৃতীয় ম্যাচে নামেন কি না এবং মাঠে নেমে ওয়ানডেতে তার জায়গা রক্ষা করতে কতটুকু সক্ষম হন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads