• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের সামনে বড় টার্গেট

ব্রেন্ডন টেইলর আর শেন উইলিয়ামস মিলে গড়েন ১৩২ রানের অনবদ্য এক জুটি

সংগৃহীত ছবি

ক্রিকেট

বাংলাদেশের সামনে বড় টার্গেট

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৮

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

তবে শুরুটা ভালো ছিলোনা জিম্বাবুয়ের জন্য। মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা। তবে চাপ সামলে দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান শেন উইলিয়ামস। এছাড়া ব্রেন্ডন টেইলর খেলেন দারুণ এক ইনিংস। অন্যদের ছোট ছোট ইনিংসে ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ২৮৭ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারী দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভার করতে এসে সাইফুদ্দিন ফেরান চিপাস ঝুওয়াওকে। তিন বলে শূন্য রানে ঝুওয়াওয়ের বিদায়ের পর আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরান আরেক পেসার আবু হায়দার রনি।

সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া রনি প্রথম ম্যাচে প্রমাণ করেছেন নিজেকে। গত দুই ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি পেসার।

এই দুই ওপেনারের বিদায় কোথায় চেপে ধরবে টাইগার বোলাররা, উলটো চাপা পড়লেন ব্রেন্ডন টেইলর আর শেন উইলিয়ামস জুটির কাছে। দুইজন মিলে গড়েন ১৩২ রানের জুটি!

দলীয় ছয় রানের মাথায় যখন ২ উইকেট নেই জিম্বাবুয়ে সেখান থেকে দলকে ১৩৮ পর্যন্ত টেনে তবেই থামেন টেইলর। আট চার আর তিন ছয়ে করেন ৭২ বলে ৭৫ রান।

টেইলরের বিদায়ের পর উইলিয়ামসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতকের খুব কাছে গিয়েও অর্ধশতক না ছোঁয়া সিকান্দার আজ আউট হলেন ৪০ রান করে নাজমুল ইসলাম অপুর বলে। শত রানের কক্ষপথ থেকে লাইনচ্যুত হওয়া টেইলরের মতো এমন ভুল অবশ্য করেননি শেন উইলিয়ামস।

একদিনের ক্রিকেটে নিজের দ্বিতীয় শতক তো হাঁকিয়েছেন (১২৪ বলে ১০০) সঙ্গে দলকেও এনে দিলেন বড় সংগ্রহ। রাজার বিদায়ের পর উইকেটে আসা পিটার মুর শুরু থেকেই রান তোলেন দ্রুতগতিতে।

ইনিংসের শেষ পর্যন্ত উইলিয়ামস অপরাজিত থেকে করেন ১৪৩ বলে ১২৯ রান। ইনিংসের শেষ ওভারে পিটার মুর রান আউট হয়ে মাঠ ছাড়েন ১৯ বলে ২৬ রান করে।

৫০ ওভার শেষে সফরকারীরা ৫ উইকেটে ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের সামনে।

নাজমুল ইসলাম অপু নেন সর্বোচ্চ দুটি উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন আবু হায়দার ও সাইফুদ্দিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads