• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চিটাগংয়ে মুশফিক, কুমিল্লায় শহীদ আফ্রিদি, সৌম্য এবার রাজশাহীতে

আজ রোববার হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়

ছবি : সংগৃহীত

ক্রিকেট

চিটাগংয়ে মুশফিক, কুমিল্লায় শহীদ আফ্রিদি, সৌম্য এবার রাজশাহীতে

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

সাত দলের অংশগ্রহণে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর মাঠে গড়াবে ৫ জানুয়ারি, যা বিপিএলের ষষ্ঠ আসর। এটা মূলত এ বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। যাই হোক, বাংলাদেশের টি-টোয়েন্টির এই আসরকে সামনে রেখে আজ রোববার হোটেল রেডিসন ব্লুতে হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে কে কোন দলে গেলেন, তা জানতে আগ্রহ নিশ্চয়ই কম নয়।

ড্রাফটের আগে সবার চোখ ছিল মুশফিকুর রহিমের দিকে। গত মৌসুমে জাতীয় দলের তারকা এই ব্যাটসম্যান খেলেছিলেন রাজশাহী কিংসের আইকন হিসেবে। তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে রাজশাহী তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কিছুদিন আগে। সব দলেই আইকন আছেন, বাদ ছিল শুধু চিটাগং ভাইকিংস। সবার ধারণা ছিল সেখানেই যাবেন তিনি। আসলে তাই হয়েছে। ড্রাফটের আগেই চিটাগংয়ের আইকন হিসেবে নাম নিশ্চিত হয় মুশফিকুর রহিমের।

ড্রাফটে দেশি ক্রিকেটারের মধ্যে চমকিত নাম মোহাম্মদ আশরাফুল। বিপিএলে ফিক্সিংয়ের দায়ে দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন তিনি। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন কিছুদিন হলো। খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘ ছয় বছর পর অবশেষে নাম লেখাতে পেরেছেন তিনি বিপিএলে। তাকে দলে টেনেছে চিটাগং ভাইকিংসই। এছাড়া কুমিল্লায় নাম লিখিয়েছেন পাকিস্তানের বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি। সৌম্য সরকার এবার খেলবেন রাজশাহী কিংসের হয়ে।

নিয়ম অনুসারে গত মৌসুমে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পেরেছে দলগুলো। আর সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে দুইজন ক্রিকেটারের সঙ্গে। অবশ্যই যারা আগে বিপিএল খেলেননি। এদের মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্নার খেলবেন সিলেটের হয়ে। ভিলিয়ার্সকে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্স। রংপুরে খেলবেন ক্রিস গেইল ও অ্যালেক্স হেলসের মতো মারকুটে সব ব্যাটসম্যান।

‘এ’ ক্যাটাগরির তালিকায় ছিলেন ৭ ক্রিকেটার। প্লে­য়ার্স ড্রাফটের লটারিতে প্রথম ডাক পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। সেই সুযোগ পেয়ে চমকে দেয় খুলনা টাইটানস। ‘এ’ ক্যাটাগরির কাউকে নয়, তারা ডাকল ‘বি’ ক্যাটাগরিতে থাকা জহুরুল ইসলামকে। চমকের শেষ নয় সেখানেই। দ্বিতীয় ডাকে তারা নিয়েছে ‘ই’ ক্যাটাগরিতে থাকা অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। প্রথম রাউন্ডে রাজশাহী কিংস নিজেদের প্রথম ডাকে নিয়েছে সৌম্য সরকারকে। গত আসরে যদিও ‘আইকন’ ছিলেন কিন্তু পারফরম্যান্সটা ‘আইকনে’র মতো একেবারেই ছিল না। তবে এবার আইকন না হলেও সাম্প্রতিক দারুণ পারফরম্যান্সে রাজশাহী কিংস প্রথম সুযোগেই সৌম্যকে টেনেছে। এই ফ্র্যাঞ্চাইজিতে সৌম্যর সতীর্থ হিসেবে দেশি তারকাদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ।

মোসাদ্দেক হোসেনকে নিয়েছে চিটাগং ভাইকিংস। পেসার রুবেল হোসেনের নতুন ঠিকানা ঢাকা ডায়নামাইটস। পেসারদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম পছন্দ বাঁহাতি পেসার আবু হায়দার রনি। রংপুর রাইডার্স প্রথম সুযোগে নিয়েছে পেসার শফিউল ইসলামকে। দ্বিতীয় ডাকে অলরাউন্ডার সোহাগ গাজীকে ধরে রাখে রংপুর। ঘরোয়া ক্রিকেটে দারুণ কার্যকর অভিজ্ঞ অলরাউন্ডার ফরহাদ রেজাও খেলবেন মাশরাফিদের হয়ে। দুই পেসার তাসকিন আহমেদ ও আল আমিন হোসেন খেলবেন সিলেটে।

ড্রাফটে বিদেশি ক্রিকেটারের তালিকায় ছিল ৩৬৫ ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৮১ খেলোয়াড় ইংল্যান্ডের। এ ছাড়া পাকিস্তানের ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলঙ্কার ৫৫, আফগানিস্তানের ১৯, দক্ষিণ আফ্রিকার ১৭, জিম্বাবুয়ের ১৫, আয়ারল্যান্ডের ১০, স্কটল্যান্ডের ৮, কানাডা ও নেদারল্যান্ডসের ৬ জন করে, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের ৫ জন করে, যুক্তরাষ্ট্রের ৪, নিউজিল্যান্ডের ৩, অস্ট্রেলিয়ার ২ ও কেনিয়ার একজন খেলোয়াড়।

কে কোন দলে -

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রাইলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি, বেনি হাওয়েল ও ওশানে থমাস।

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্রু বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব ও নাইম শেখ।

রাজশাহী কিংস : মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রাহায় টেনডোয়স্কট, সেকাগু প্রশন্ন ও মোহাম্মদ সামি।

সিলেট সিক্সার্স : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হূদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, জাকির আলী, গুলবাদিন নাইম, আন্দ্রে ফ্লেচার, মেহেদী হাসান রানা, প্যাট ব্রাউন ও নিকোলাস পুরান।

খুলনা টাইটানস : মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, জহির খান, সেলফেইন রাদারফোর্ড, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ব্রেন্ডন টেইলর।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসিলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।

চিটাগং ভাইকিংস : সিকান্দার রাজা, লুক রনচি, মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, রবি ফ্রাইলিংক, নাইম হাসান, সৈয়দ খালেদ, আহমেদ আবু যায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যামেরুন দেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান ও সাদমান ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads