• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঢাকার ইনিংস ব্যবধানে জয়

জাতীয় ক্রিকেট লিগ

সংগৃহীত ছবি

ক্রিকেট

ঢাকার ইনিংস ব্যবধানে জয়

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোকে ইনিংস ও ১৬১ রানে পরাজিত করেছে ঢাকা বিভাগ। তাও একদিন হাতে রেখেই। অন্যদিকে তৃতীয় দিন শেষে রাজশাহীর বিরুদ্ধে ১০৮ রানে লিড নিয়েছে রংপুর বিভাগ। আজ ম্যাচের শেষ দিন। বিরূপ আবহাওয়ার কারণে বরিশাল-খুলনা ও চট্টগ্রাম-সিলেটের মধ্যকার তৃতীয় দিনের খেলাও মাঠে গড়াতে পারেনি।  

ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল মেট্রো। জবাবে ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে করে ৩৮৬ রান। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে মেট্রোর সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৯ রান। গতকাল ম্যাচের তৃতীয় দিনে ১৬৬ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো।

মেট্রোর শুরুটা ছিল সতর্ক। সাদমান ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ৬৩ রানের জুটিতে গড়েন প্রতিরোধ। ৭ চারে ৬৬ রান করা সাদমানকে ফিরিয়ে মেট্রোর সম্ভাবনাময় জুটি ভাঙেন শুভাগত হোম। ধসের এই শুরু, এরপর বেশিদূর যেতে পারেনি মেট্রো। দলটি শেষ ৮ উইকেট হারায় ৪৪ রানে। আশরাফুল করেন ৩৪ রান। ৩১ রানে ৪ উইকেট নেন তাইবুর। মোশাররফ ৩ উইকেট নেন ৩৪ রানে। আক্রমণাত্মক সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসের ২ উইকেটে ম্যাচসেরার পুরস্কার জেতেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত।

অন্যদিকে ঘরের মাঠে রংপুর প্রথম ইনিংসে করেছিল ৩৩৬ রান। জবাবে রাজশাহী বিভাগ অল আউট ২৪৮ রানে। সর্বোচ্চ ৭১ রান করেন ফরহাদ হোসেন। এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৪৮, জহুরুল ইসলাম ৩৩, সানজামুল ২৫ রান করেন। বল হাতে রংপুরের হয়ে সমান চারটি করে উইকেট নেন শুভাশিষ রায় ও রবিউল হক। রংপুর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে করেছে ১ উইকেটে ২০ রান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads