• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
চামেলী এখন ঢাকায়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ক্রিকেটার চামেলী খাতুনকে

সংগৃহীত ছবি

ক্রিকেট

চামেলী এখন ঢাকায়

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

উন্নত চিকিৎসার জন্য জাতীয় নারী ক্রিকেটার চামেলী খাতুনকে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে গতকাল। গতকাল শুক্রবার সকালে রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে ঢাকা নিয়ে আসা হয় এ অলরাউন্ডারকে।

রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাড়ি থেকে চামেলীকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয়। আকাশপথে আসার সময় চামেলীর সঙ্গে তার মা, বোনসহ পরিবারের তিন সদস্য এবং জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।

এখন উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে বাঁচার স্বপ্ন দেখছেন চামেলী। বিমানে ওঠার আগে তিনি বলেন, ‘আমার কথা হয়তো সবাই ভুলেই গিয়েছিলেন। আমিও সেভাবে কাউকে কিছু জানাতে পারিনি। গণমাধ্যমের কারণে সবাই জানতে পেরেছেন। প্রধানমন্ত্রী আমার দায়িত্ব নিয়েছেন। এখনই মানসিক সুস্থতা অনুভব করছি। শারীরিক সুস্থতাও হয়তো পেয়ে যাব। সম্ভব হলে দেশের হয়ে আবার খেলব।’

রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামেলীর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক চামেলীকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাবে। সেখানে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। দেশে তার চিকিৎসা সম্ভব না হলে বিদেশে পাঠানো হবে।’

২০১১ সালে ফিল্ডিং প্রশিক্ষণ চলাকালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে চামেলী জাতীয় দল থেকে অবসর নেন। আবাহনী মাঠে আরেক দফা আঘাত পান তিনি। তারপর চাকরি নেন আনসার ভিডিপিতে। কিন্তু লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি চামেলীর মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলোও নষ্ট হয়ে গেছে। এতে তার শরীরের পুরো ডান পাশ অবশ হয়ে যাচ্ছে। টাকার অভাবে দীর্ঘ দিন প্রায় বিনা চিকিৎসায় ধুঁকছিলেন এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads