• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টেস্টের নতুন ভেন্যুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ছবি : সংগৃহীত

ক্রিকেট

টেস্টের নতুন ভেন্যুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে স্বাগতিকরা। আজকের এই ম্যাচ দিয়েই দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্টে ভেন্যু হিসেবে অভিষেক হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সঙ্গে অভিষেক হল দুই বাংলাদেশি ক্রিকেটার আরিফুল হক এবং নাজমুল ইসলাম অপুর।

এছাড়া একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। এক পেসারের পাশাপাশি তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ‘ফাইভ মিনিটস’ বেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে সিলেট স্টেডিয়ামের অভিনব এ দিগন্তের সূচনা করেন।

বেশ কয়েকটি সিরিজে দলের সঙ্গে থেকেও সুযোগ মিলছিল না। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল আরিফুল হকের। ওই ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি। টপ অর্ডাররা খেলা শেষ করে দেয়ায় ব্যাট হাতেও নামতে হয়নি। এবার সাদা পোশাকে অভিষেক হলো ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করে থাকেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিয়েছেন। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩ হাজার ৪০৫ রান ও ১০০টি উইকেট রয়েছে আরিফুলের।

এদিকে সংক্ষিপ্ত দুই ফরম্যাটের পর এবার সাদা পোশাকে অভিষেক হলো নাজমুল ইসলাম অপুর। টাইগারদের হয়ে ১৩ টি-টোয়েন্টি আর ৫টি ওয়ানডে খেলেছেন বাম-হাতি এই স্পিনার। ২৬ বছর বয়সী অপুর প্রথম শ্রেণীতে ৫৪ ম্যাচে রয়েছে ১৪৪টি উইকেট।

অন্যদিকে সফরকারীদের হয়ে অভিষেক হচ্ছে ব্রেন্ডন মাভুটার। জিম্বাবুয়ের হয়ে ২১ বছর বয়সী এই অলরাউন্ডার পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ একাদশ

ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেট রক্ষক), ব্রেন্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads