• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
প্রথম দিনটা সমানে সমান

প্রথম টেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে সমানে সমান

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট

প্রথম দিনটা সমানে সমান

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

সকালটা মনে রাখার মতোই। রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় বিশেষ কয়েনে দুই অধিনায়ক সারলেন টস-পর্ব। একদল শিশু আকাশে উড়িয়ে দিল রঙিন বেলুন। সোনালি ঘণ্টা বাজিয়ে ইতিহাসে ঢুকে পড়লেন আকরাম খান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেক হলো দারুণ মায়াকাড়া উৎসবে।

উৎসবের রঙ লাগল দুই দলের খেলোয়াড়দের মধ্যেও। দুই দলের দুজন করে ক্রিকেটারের হলো টেস্ট অভিষেক। বাংলাদেশের আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। জিম্বাবুয়ের ব্র্যান্ডন মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজা। এরপর শুরু সাদা পোশাকে ব্যাট-বলের লড়াই। প্রথম দিনটা বলা চলে সমানে সমান। ব্যাট হাতে জিম্বাবুয়ের আধিপত্য যেমন বলা যায়, তেমনি বল হাতে এখনো ম্যাচ নিয়ন্ত্রণে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের সংগ্রহ দিন শেষে ৫ উইকেটে ২৩৬ রান।

সকালে বল হাতে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটা হানেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ব্রায়ান চারিকে বোল্ড করে ভাঙেন জিম্বাবুয়ের ৩৫ রানের উদ্বোধনী জুটি। তাইজুলের স্টাম্প সোজা ফুল লেংথ বল চারি ওড়াতে চেয়েছিলেন স্লগ সুইপে। পারেননি, বোল্ড। ৩১ বলে দুই চারে ১৩ রান সম্বল চারির। দ্বিতীয় উইকেট জুটিও টেকেনি বেশিক্ষণ। এবারো তাইজুল আক্রমণের ভূমিকায়। টিকতে দেননি অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন কিপার ব্যাটসম্যান টেইলর। তার ব্যাটের কানা ছুঁয়ে আসা নিচু ক্যাচ দারুণ তৎপরতায় শর্ট লেগে মুঠোয় জমান নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে ৬ রান করে ফিরে যান টেইলর। ১৭ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৫১/২।

অপর প্রান্তে অধিনায়ক মাসাকাদজা জমে যেতে শুরু করেছেন ততক্ষণ। করেন ফিফটিও। কিন্তু লাঞ্চের আগেই মাসাকাদজাকে দারুণ এক ইনসুইঙ্গারে এলবির শিকার বানান লোকাল বয় আবু জায়েদ রাহী। ১০৫ বলে দুই ছক্কা আর চারটি চারে ৫২ রান করেন মাসাকাদজা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৮ রান।

পঞ্চম উইকেটে শন উইলিয়ামস ও সিকান্দার রাজাও কিছুটা ভুগিয়েছেন বাংলাদেশের বোলারদের। তবে এই জুটি ভাঙেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। ১৯ রান করা রাজাকে করেন বোল্ড। সিলেটে দেখা মেলে নাগিন ড্যান্সের।

তৃতীয় সেশনটা দখলে ছিল জিম্বাবুয়েন ব্যাটসম্যানদের। চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও পিটার মুর সাবলীলভাবে তুলছিলেন রান। শেষ বিকালে সেঞ্চুরিটা পেতেই পারতেন শন। তবে তা হতে দেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের দ্বিতীয় ওভারে উইলিয়ামসকে ফেরান তিনি। অফস্টাম্পের একটু বাইরের বল লাফিয়ে বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়ে। ১৭৩ বলে ৯ চারে ৮৮ রান করা উইলিয়ামসের বিদায়ে ভাঙে ৭২ রানের জুটি।

দিনের বাকি সময়টায় আর উইকেট পড়েনি জিম্বাবুয়ের। নির্বিঘ্নে দিন পার করে অপরাজিত আছেন পিটার মুর (৩৭) ও রেজিস চাকাভা (২০)। বল হাতে বাংলাদেশের হয়ে তাইজুল নেন দুটি উইকেট। রাহী, অপু ও মাহমুদউল্লাহর শিকার একটি করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads