• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বর্ণিল উৎসবে সিলেটের টেস্ট অভিষেক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

বর্ণিল উৎসবে সিলেটের টেস্ট অভিষেক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে টেস্ট যাত্রা শুরু হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ পেল আরো একটি টেস্ট ভেন্যু। গতকাল শনিবার ১০টা বাজার ঠিক ৫ মিনিট আগে বেজে উঠল সোনালি রঙের ঘণ্টা, টেস্ট ক্রিকেটে যোগ হলো সিলেট। বিশ্বের ১১৬তম এবং বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু এখন সিলেট। 

আয়োজকদের এমন প্রশংসনীয় উদ্যোগের পরও সমালোচনার স্বীকার হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সিলেটের ক্রিকেটাররা উপস্থিত থাকার পরও শুধুমাত্র আকরাম খানকে দিয়ে ঘণ্টা বাজানোর কারণে কিছুটা ক্ষোভ স্থানীয় ক্রিকেট সমর্থকদের মনে। ঘণ্টা বাজানোর মুহূর্তে আকরাম খানের পাশে হাসিবুল হোসেন শান্ত উপস্থিত থাকলেও রাজিন সালেহ ও এনামুল হক জুনিয়র ছিলেন না। অথচ জাতীয় লিগ থেকে তাদের সিলেটে উড়িয়ে আনা হয়েছিল এই উপলক্ষে যোগ করার জন্য। শুরুতে তাদের দিয়ে ঘণ্টা বাজানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আকরাম খানকে নির্বাচন করে বিসিবি।

ঘণ্টা বাজানোর সম্মান না পেলেও রাজিন-এনামুলদের সংবর্ধনার ব্যবস্থা করে বিসিবি। লাঞ্চ বিরতির সময় মাঠে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে। টসের পর বিসিবি পরিচালকদের সামনে ঘণ্টা বাজান আকরাম খান।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মহিলাদের ম্যাচ দিয়ে এ মাঠের যাত্রা শুরু। ওই আসরে ৬টি ম্যাচ হয়েছিল এই মাঠে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার একটি টি-টোয়েন্টিও আয়োজন করেছিল সিলেট। তবে ওয়ানডে খেলার আগেই টেস্ট অভিষেক হলো সিলেটের।

আগের সাতটি ভেন্যুর অভিষেক টেস্টে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পর দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাল সিলেট স্টেডিয়াম।

ক্রিকেটবিশ্বে সবচেয়ে বেশি টেস্ট ভেন্যু ভারতের, ২৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি টেস্ট ভেন্যু পাকিস্তানের। তৃতীয় সর্বোচ্চ টেস্ট ভেন্যু রয়েছে দক্ষিণ আফ্রিকার, সর্বমোট ১১টি। এছাড়া অস্ট্রেলিয়ার ৯টি, ইংল্যান্ডের ৯টি, নিউজিল্যান্ডের ৮টি, শ্রীলঙ্কার ৮টি, বাংলাদেশের ৮টি, ওয়েস্ট ইন্ডিজের ১৩টি, জিম্বাবুয়ের ৩টি, সংযুক্ত আরব আমিরাতের ৩টি এবং আয়ারল্যান্ডের ১টি টেস্ট ভেন্যু রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads