• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ম্লান বাংলাদেশের বোলিং সাফল্য

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

জিম্বাবুয়ের বোলিং খুব আহামরি, তা বলা যাবে না। কিন্তু তাতেই যেন কাঁপুনি ধরে গেল বাংলাদেশের ব্যাটসম্যানদের। দায়িত্বজ্ঞানহীন শট, দৃষ্টিকটু আউট, দিন শেষে ব্যাটিং ব্যর্থতায় বিষাদের কালো ছায়া টাইগার শিবিরে। সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১ রান। সব মিলিয়ে জিম্বাবুয়ের চেয়ে এখনো ১৪০ রানে পিছিয়ে বাংলাদেশ। রীতিমতো যেন ধুঁকছে স্বাগতিক শিবির।

১৯ রানে বাংলাদেশ হারিয়েছিল ৪ উইকেট। এক সময় মনে হচ্ছিল ফলোঅনেই পড়ে যাবে মাহমুদউল্লাহ শিবির। তবে মিডল অর্ডারে কয়েকটি খণ্ড জুটি, আর অভিষিক্ত আরিফুলের হার না মানা ৪১ রানের ইনিংস তা হতে দেয়নি। কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে দেড়শ রানের আগেই থেমে যাওয়ার লজ্জা থেকে রেহাই পায়নি বাংলাদেশ।

প্রথম দিন জিম্বাবুয়ে শেষ করেছিল ৫ উইকেটে ২৩৬ রানে। দ্বিতীয় দিনের সকালে সেই ইনিংস শেষ হয় ২৮২ রানে, যা মোটামুটি চ্যালেঞ্জের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই কাঁপাকাঁপি অবস্থা ছিল বাংলাদেশের। ধারাবাহিকভাবে পড়তে থাকে উইকেট। বাড়তে থাকে হতাশা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস আরিফুল হকের। যিনি কি না খেলছেন তার অভিষেক টেস্ট। যাদের ব্যাটে রান আসার কথা তারাই হেঁটেছেন উল্টো পথে। ইনিংস শুরুর কাজ যাদের হাতে ছিল ওপেনিংয়ে সেই লিটন ও ইমরুল দুজনে মিলে করেছেন ১৪ রান। প্রথমে ইমরুল (৫), পরে লিটন (৯) দ্রুতই ফেরেন সাজঘরে। টপ অর্ডারে মুমিনুল (১১) ও শান্ত (৫) মেরামত করতে পারেননি ভাঙা ইনিংস। অধিনায়ক মাহমুদউল্লাহ শূন্য রানে ফিরলে আশার দেয়ালে লাগে বড় ধাক্কা। তারপরও শেষ চেষ্টা করেছেন মুশফিক (৩১), মিরাজ (২১)। কিন্তু তা ছিল স্বল্পস্থায়ী।

টপ অর্ডার যেখানে ব্যর্থ সেখানে টেল এন্ডারদের কাছ থেকে রান পাওয়ার আশা বোকামিই। তারপরও তাইজুল (৮), অপু (৪) বেশ কিছু বল খেলার চেষ্টা করেছেন। দিন শেষে আরিফুলই বলা চলে ধ্বংসস্তূপের মধ্যে ফোটা একমাত্র ফুল। তার করা অপরাজিত ৪১ রানের ইনিংস যেন উপহাস করেছে টপ অর্ডার ব্যাটসম্যানদের। বল হাতে তাইজুলও উজ্জ্বল। জিম্বাবুয়ের ইনিংসে তিনি তুলে নেন ৬ উইকেট। কিন্তু দিন শেষে ব্যাটিং ব্যর্থতাই পুড়িয়েছে সবার হূদয়। ম্যাচের বাকি এখনো তিন দিন। বাংলাদেশের কপালে যে কী আছে, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads