• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

ক্রিকেট

রেকর্ড রান করে জিততে হবে বাংলাদেশকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

সিলেটের অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।  ফলে দুই ইনিংস মিলে সফরকারী দলের লিড দাঁড়িয়েছে ৩২০ রান।  আর বাংলাদেশকে জিততে হলে রেকর্ড ৩২১ রান করতে হবে।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলে ১১ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬২ রান দিয়ে তিনি নিয়েছেন ৫ উইকেট। আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩টি এবং অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপু নিয়েছেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৪৮, সিকান্দার রাজা ২৫, সিন উইলিয়ামস ২০, ব্রায়ান চারি ৪, ব্রেন্ডন টেইলর ২৪, পিটার মুর শুন্য, রেগিস চাকাবভা ২০, ওয়েলিংটন মাসাকাদজা ১৭, ব্র্যান্ডন মাভুতা ৬, কাইল জার্ভিস অপরাজিত ১ ও তেন্ডাই চাতারা ৮ রান করেন।

দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্রায়ান চারির ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন নাজমুল অপু। আবু জায়েদ রাহির বলে পয়েন্টে ক্যাচ উঠেছিল। অপু ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচটি লুফে নিতে পারেননি। সে সময় চারির রান ছিল ১। ইনিংসর ১৩তম ওভারে সেই চারিকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে চারি করেন ৪ রান। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ৪৭ রানের মাথায় তাইজুল ফিরিয়ে দেন ব্রেন্ডন টেইলরকে (২৪)। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সফরকারী জিম্বাবুয়ে দুই উইকেটে তুলেছিল ৯১ রান।

ইনিংসের ৩৭তম ওভারে মিরাজ দ্বিতীয় উইকেট পান। এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে (৪৮)।  ১২১ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। তাইজুল দিনের দ্বিতীয় উইকেট তুলে নেন শেন উইলিয়ামসকে বোল্ড করে। বিদায়ের আগে উইলিয়ামস করেন ২০ রান। ৪২তম ওভারের পঞ্চম বলে উইলিয়ামসকে ফেরানোর পরের বলেই তাইজুল ফিরিয়ে দেন পিটার মুরকে। নিজের পরের ওভারেই তাইজুল ফিরিয়ে দেন সিকান্দার রাজাকে (২৫)। দ্বিতীয় সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৫ রান।  আর লিড বেড়ে দাঁড়ায় ৩০৪ রান।

তৃতীয় সেশনে ফিল্ডিংয়ে নেমে রেগিস চাকাভাকে (২০) ফিরিয়ে দেন নাজমুল অপু। আর ১৭ রান করা ওয়েলিংটন মাসাকাদজাকে বিদায় করেন মিরাজ। ব্রেন্ডন মাভুতা নাজমুল অপুর শিকারে সাজঘরে ফেরেন। শেষ ব্যাটসম্যান তেন্দাই চাতারাকে ফেরান তাইজুল। এই উইকেটের মধ্যদিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। মোট ১১ উইকেট দখল করেন তাইজুল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads