• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মার্শাল আইয়ুবের সেঞ্চুরি

ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব

সংগৃহীত ছবি

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

মার্শাল আইয়ুবের সেঞ্চুরি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব। চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে প্রথম দিন শেষে ১১০ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে রাজশাহীর বিরুদ্ধে ধুঁকছে বরিশাল। ৯৭ রানে গুটিয়ে গেছে দলটি। রাজশাহীর হয়ে পাঁচ উইকেট নিয়ে লাইমলাইটে মোহর শেখ।

কক্সবাজারে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিরুদ্ধে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬৫ রান করেছে ঢাকা মেট্রো। সর্বোচ্চ রানের ইনিংস আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। দিন শেষে তিনি অপরাজিত ২১১ বলে ১১০ রানে। তার ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার আজমির আহমেদ। অপর ওপেনার সাদমান ইসলাম করেন ২৭। মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে এদিন ব্যর্থ। ৪০ বল খেলেও তিনি করতে পেরেছেন মাত্র ৯ রান। এছাড়া শামসুর রহমান ২৯ রান করেন। মার্শালের সঙ্গে ৩০ রানে অপরাজিত আছেন কিপার ব্যাটসম্যান জাবিদ হোসেন। চট্টগ্রামের হয়ে বল হাতে নাঈম ও শাখাওয়াত দুটি, ইরফান হোসেন একটি উইকেট লাভ করেন।

অন্যদিকে বগুড়ায় প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিরুদ্ধে ৮ উইকেটে ২১৭ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ। দুই ওপেনার মেহেদী (০) ও বিজয় (১) দ্রুতই বিদায় নেন। সৌম্য সরকার করেন ২৬। সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত আছেন মঈনুল ইসলাম। এছাড়া জিয়াউর ৪০, নূরুল হাসান ৩৬, আফিফ হোসেন ২২ রান করেন। তুষার ইমরানের ভাগ্য খারাপ। ব্যক্তিগত ১৯ রানে তিনি রান আউটের শিকার। রংপুর বিভাগের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রবিউল হক। এছাড়া সাজেদুল ইসলাম ও তানবির হায়দার নেন দুটি করে উইকেট।

প্রথম স্তরের অপর ম্যাচে বরিশালের বিরুদ্ধে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে স্বাগতিক রাজশাহী। আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে অল আউট বরিশাল। জবাবে রাজশাহী প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ১২৪ রানে। বরিশালের হয়ে আল আমিন ২৫, মোসাদ্দেক হোসেন ২২ রান করেন। তানভির ইসলাম ১৭ রানে ছিলেন অপরাজিত। বল হাতে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মোহর শেখ। এছাড়া শফিকুল ইসলাম ৩টি ও ফরহাদ রেজা ২ উইকেট লাভ করেন। রাজশাহীর ইনিংসে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত আছেন জুনায়েদ সিদ্দিকী। জহুরুল ইসলাম করেন ২৫। সাব্বির রহমান শূন্য রানে বিদায় নেন। জুনায়েদের সঙ্গে ৪ রানে অপরাজিত আছেন ফরহাদ রেজা। বরিশালের হয়ে বল হাতে মনির হোসেন ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট লাভ করেন।

অন্যদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিরুদ্ধে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২২০ রান করেছে সিলেট বিভাগ। সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা রাজিন সালেহ। এছাড়া জাকির আলী অপরাজিত ৪০, অলোক কাপালি ২৮, শাহিনুর রহমান ২৯ রান করেন। ঢাকা বিভাগের হয়ে বল হাতে শাহাদাত হোসেন ও শুভাগত হোম দুটি করে উইকেট নেন। এক উইকেট নেন মোশাররফ হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads