• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কাল ভোরে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

কাল ভোরে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের মূল পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। আর উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ৯ নভেম্বর (বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায়) স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সালমাদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশের ম্যাচের আগে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় অনুযায়ী ৯ নভেম্বর উদ্বোধনী দিনের তিনটি ম্যাচ থাকলেও বাংলাদেশ সময় অনুযায়ী তার একটি ওই তারিখেই এবং বাকি দুটি ম্যাচের তারিখ চলে যাচ্ছে ১০ নভেম্বর। প্রথম ম্যাচে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ৯টায় শুরু হবে। আর অস্ট্রেলিয়া ও পাকিস্তান দ্বিতীয় ম্যাচে খেলবে শুক্রবার রাত ২টায়।

মূল লড়াইয়ের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত ২২ অক্টোবর ক্যারিবিয়ান অঞ্চলে যায় বাংলাদেশ মহিলা দল। প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারালেও পাকিস্তানের কাছে হেরে গেছে মাত্র ৮ রানে। সব মিলিয়ে মোটামুটি প্রস্তুতিটা ভালোই হয়েছে। এবার আসল পরীক্ষা তাদের।

ওয়েস্ট ইন্ডিজে এই বিশ্বকাপ শেষ হবে ২৪ নভেম্বরের ফাইনাল ম্যাচ দিয়ে। এবারের আসরে অ্যান্টিগা, সেন্ট লুসিয়া ও গায়ানায় সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ষষ্ঠ আসরে অংশ নিচ্ছে ১০টি দল। র্যাঙ্কিংয়ের সেরা আট দলের সঙ্গে বাছাই পর্ব টপকে যোগ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এছাড়া অন্য আট দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে দেশগুলো। প্রতি গ্রুপ থেকে দুটি করে দেশ সেরা চারে খেলবে। সেখান থেকে জয়ী দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে ‘বি’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি গায়ানায় খেললেও গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ হবে সেন্ট লুসিয়ায়। ১২ নভেম্বর ইংল্যান্ড, ১৪ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজের দলটি। এ আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads