• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ!

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট লোগো

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট

ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ!

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

টেস্ট ক্রিকেটে ১৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ। তবে সাদা পোশাকের বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহর মতে এখনো টেস্টে সাবালক হয়ে ওঠেনি লাল-সবুজের দেশটি। এর পেছনে কারণ সম্পর্কে অধিনায়কের মূল্যায়ন, ‘দরকার শৃঙ্খলা আর মাঠে কঠিন ধৈর্য।’ সিলেট টেস্টে এ দুটির বড়ই অভাব দেখে গেছে দৃশ্যত। যার কারণে জিম্বাবুয়ের মতো দলের কাছেও হারতে হয়েছে ১৫১ রানের বড় ব্যবধানে। আর তাই মিরপুর টেস্টের আগে মাহমুদউল্লাহর কণ্ঠে তেজোদীপ্ত আভা, ‘এইটেস্টে আমরা ১২০ ভাগ দিতে চাই।’

জিততে হলে তাই করতে হবে। না হলে বিপদ। হতে হবে হোয়াইটওয়াশ। আর জিততে পারলে সিরিজের ট্রফি ১-১ সমতায় হবে ভাগাভাগি। তাই নির্ভার থাকা জিম্বাবুয়েকে সব বিভাগেই চেপে ধরার পণ টাইগার শিবিরের। দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মিরপুরে শুরু হবে দুই দলের লড়াই। ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়।

সিলেট টেস্টে এক পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ, যা নিয়ে বেশ হইচই হয়েছে। এতে টনক নড়েছে বিসিবি কর্তাদের। আজ থেকে শুরু হওয়া টেস্টে খেলার জোর সম্ভাবনা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলামের। সিলেটে অভিষেক হয়েছিল আরিফুল হকের। আজ হতে পারে মোহাম্মদ মিঠুনের। এমন কম্বিনেশন হলে বাদ পড়তে হবে নাজমুল হোসেন শান্ত ও আবু জায়েদ রাহির।

যদিও সেরা একাদশ নিয়ে মাহমুদউল্লাহ কিছুই খোলাসা করেননি। শুধু ইঙ্গিত দিয়েছেন এভাবে, ‘আমরা কিছু পরিবর্তন আনতে পারি। আপনারা কাল (আজ) দেখতে পাবেন।’ তবে মিরপুরের উইকেট নিয়ে দ্বিধায় আছেন মাহমুদউল্লাহ, ‘আমার সঙ্গে সবাই একমত হবেন। মিরপুরের উইকেট সব সময়ই একটু আনপ্রেডিক্টেবল থাকে। আপনি যেটা প্রত্যাশা করবেন, সেটা না হলে আপনাকে মানিয়ে নিতে হবে। পিচ কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের সঙ্গে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর গোটা দল। মাহমুদউল্লাহর কণ্ঠে তারই প্রতিধ্বনি, ‘সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। প্লেয়াররা নিজে থেকেও চিন্তা করে। দলও চিন্তা করে। আমার মনে হয় আমাদের দেশের প্লেয়াররা হূদয় দিয়ে খেলে। দেশের জন্য তারা ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’

অন্যদিকে নির্ভার থাকলেও দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া সফরকারী জিম্বাবুয়েও। প্রথম টেস্টের জয়ে উজ্জীবিত গোটা দল। সিলেটের প্রেরণা মিরপুরে কাজে দেবে বলেই বিশ্বাস জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার। তার মতে- ‘হ্যাঁ, প্রথম টেস্টের পারফরম্যান্স আমাদের প্রচুর আত্মবিশ্বাসী করেছে। শেষ টেস্টের আগে এটা দলের জন্য সব সময়ই ভালো। আমরা জানি যে তারা (বাংলাদেশ) কিছুটা চাপে থাকবে এবং স্বীকার করছি যে সেই চাপটা বড় রকমেরই। সে কারণে আমি বেশ আত্মবিশ্বাসী এ ম্যাচে।’ মিরপুরের উইকেট নিয়ে মাহমুদউল্লাহর মতো মাসাকাদজাও আছেন সংশয়ে, ‘মিরপুরের উইকেট সব সময়ই কিছুটা অদ্ভুতুড়ে। কখনোই জানা সম্ভব নয় যে এখান থেকে কী পাবেন আপনি। দেখতে কিছুটা শুষ্ক লাগছে এবং আমরা ওয়ানডেতে যেমন উইকেটে খেলেছি তেমনটাই মনে হচ্ছে। সুতরাং আশা করছি একই ধরনের উইকেটে খেলতে হবে।’

উইকেট যেমনই হোক জয়ের জন্য চাই মাঠের পারফরম্যান্স। আর সেটাতেই মূল মনোযোগ বাংলাদেশের। শেষটা কেমন হয়, তাই দেখার। ম্যাচ জিতে সম্মান ফিরিয়ে আনা না হোয়াইটওয়াশের লজ্জা লেপ্টে যাবে গায়ে; তা বোঝা যাবে ম্যাচের দিন তিনেক গেলেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads