• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নিজেকে ছাড়িয়ে মিরাজ

মেহেদী হাসান মিরাজ

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

নিজেকে ছাড়িয়ে মিরাজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

মেহেদী হাসান মিরাজকে স্পিন অলরাউন্ডার হিসেবে গণ্য করা হলেও তিনি সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। টেস্টে এতদিন একটিমাত্র হাফসেঞ্চুরি ছিল তার। এবার অপরাজিত ৬৮ রানে মিরাজ হাফসেঞ্চুরির সংখ্যা দ্বিগুণ করলেন এবং নিজেকে ছাড়িয়ে গেলেন। আগে টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৫১ রান।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা দেয়। মিরাজ ৬৮ রান করেন ১০২ বলে ৫ চার ও ১ ছয়ের সাহায্যে। ২৫ বছর বয়সী মিরাজের টেস্ট অভিষেক হয় ২০১৬ সালের অক্টোবরে। দুই বছরের ক্যারিয়ারে টেস্ট বোলিংয়ে তার দখলে রয়েছে ৬১টি উইকেট।

বাংলাদেশ দলের ইনিংসে মুশফিকুর রহিম অপরাজিত ২১৯ রান করেন। আর মুমিনুল ১৬১, অধিনায়ক মাহমুদউল্লাহ ৩৬ রান করেন। জিম্বাবুয়ের জার্ভিস ৭১ রানে সর্বাধিক ৫ উইকেট লাভ করেন। জবাবে জিম্বাবুয়ে দিনশেষে ১ উইকেটে ২৫ রান করে। এখনো তারা ৪৯৭ রানে পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads