• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সাকিব-এনামুলের পর তাইজুল

তাইজুলের (ছবিতে নেই) বলে বোল্ড জিম্বাবুয়ের সিকান্দার রাজা

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

সাকিব-এনামুলের পর তাইজুল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

ঘরে কিংবা বাইরে, টেস্ট মানেই দলে থাকবেন তিনি। দেখাবেন তার ঘূর্ণিচমক। বিশেষ করে দেশের মাটিতে ক্ষুরধার বোলিং নিত্যই চোখে পড়ে। সিলেটের পর এবার মিরপুরেও দেখা মিলল স্পিনার তাইজুল ইসলামের ঝলক।

জিম্বাবুয়ের ইনিংসে শুরুতে হানা দিয়েছিলেন তাইজুল। শেষটাতেও তিনি। সব মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন লাইম লাইটে নাটোরের এই বোলার। এ নিয়ে টেস্টে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে যা তৃতীয় ঘটনা। আগের দুই ঘটনার সঙ্গে জড়িত দুজনই স্পিনার। একজন সাকিব আল হাসান, অন্যজন এনামুল হক জুনিয়র।

সিলেট টেস্টে ব্যাটিং ভরাডুবিতে হেরেছিল বাংলাদেশ। কিন্তু বল হাতে নিজের কাজটি ঠিকই করেছিলেন তাইজুল। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। প্রথম ইনিংসে ৫, দ্বিতীয় ইনিংসে ৬। মিরপুরের উইকেটে যেখানে খাবি খেয়েছেন পেসাররা, সেখানে স্পিনারদেরই রাজত্ব। তাইজুলের পাশাপাশি মিরাজ পেয়েছেন তিন উইকেট। বাকি একটি মিডিয়াম পেসার আরিফুল হকের, যা কি না টেস্টে তার প্রথম উইকেট। তৃতীয় দিন শেষে ৩০৪ রানে অল আউট হয়ে ফলোঅনে জিম্বাবুয়ে। তবে শেষ উইকেট পর্যন্ত  খেলতে পারেনি জিম্বাবুয়ে। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন টেন্ডাই চাতারা।

দ্বিতীয় দিনের শেষ বিকালে জিম্বাবুয়ের ইনিংসে প্রথম উইকেটটি বগলদাবা করেছিলেন তাইজুল। আউট করেছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে। গতকাল ম্যাচের তৃতীয় দিনে শুরুটা করেন সেই তাইজুলই। দলীয় ৪০ রানে বিদায় করেন তিরিপানোকে। এরপর তুলে নেন শন উইলিয়াসমস ও সিকান্দার রাজার মতো গুরুত্বপূর্ণ উইকেট। শেষটা করেন চাকাভাকে দিয়ে মুমিনুলের হাতে ক্যাচ বানিয়ে। জিম্বাবুয়েও অল আউট, পাঁচ উইকেট শিকার তাইজুলের। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ষষ্ঠবারের মতো পাঁচ কিংবা পাঁচের অধিক উইকেট লাভ করলেন তিনি। ৫ উইকেট পেতে তাইজুলকে খরচ করতে হয়েছে ১০৭ রান। বোলিং করেছেন ৪০.৩ ওভার। তাইজুল মেডেন ওভার পেয়েছেন ১০টি।

জিম্বাবুয়ের ইনিংসে তাইজুল যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বল হাতে, আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও কম যাননি। তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে আছে সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলের উইকেট। তিনিই আবার প্রথম সেশনে বিদায় করেছেন ওপেনার ব্রায়ান চারিকে। আবার শেষ বেলায় নেন মাভুটার উইকেট। ২০ ওভারে মিরাজ রান দিয়েছেন ৬১, উইকেট তিনটি। মেডেনও পেয়েছেন তিনটি।

অভিষেক টেস্টে তিন ওভার বোলিং করেছিলেন আরিফুল হক। পাননি উইকেটের দেখা। তবে সেই আক্ষেপ তার পূর্ণ হলো মিরপুরে এসে। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। উইকেটটিও আবার বেশ গুরুত্বপূর্ণ। ষষ্ঠ উইকেটে ব্রেন্ডন টেইলর ও পিটার মুর আতঙ্ক ছড়িয়েছেন বাংলাদেশ শিবিরে। কোনো বোলারই কিছু করতে পারছিলেন না। শেষ পর্যন্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বল তুলে দেন আরিফুলের হাতে। আর তাতেই সফল তিনি। দলীয় ২৭০ রানে ভাঙে এই জুটি। আরিফুলের বলে এলবিডব্লিউর শিকার সেঞ্চুরির দিকে অগ্রসরমান পিটার মুর। ৮৩ রানে ফেরেন টেস্টে কোনো সেঞ্চুরি না পাওয়া মুর। প্রথম উইকেটের আনন্দে মাতোয়ারা তখন আরিফুল হক। তিনি মোট ৪ ওভার বল করে মেডেন পেয়েছেন দুটি। ১০ রানের বিনিময়ে ১ উইকেট।

সিলেট টেস্টে একমাত্র পেসার আবু জায়েদ রাহীকে নিয়ে খেলেছিল বাংলাদেশ, যা নিয়ে কম সমালোচনা হয়নি। সে কারণেই মিরপুরে দেখা মেলে দুই পেসার। আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও অভিষিক্ত খালেদ আহমেদ। কিন্তু জিম্বাবুয়ের ইনিংসে দুজনই হতাশ করেছেন ভক্তদের। পাননি কোনো উইকেটের দেখাও। মোস্তাফিজ ২১ ওভার বোলিং করে রান দিয়েছেন ৫৮। মেডেন ৮টি। সেখানে খালেদ বোলিং করেছেন ১৮ ওভার। মেডেন পেয়েছেন ৮টি। রান দিয়েছেন ৪৮।  

তারপরও স্বস্তি। প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরটা বেশ সমৃদ্ধ, সাত উইকেটে ৫২২। জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ এখনো ২১৮ রানে এগিয়ে। ম্যাচের বাকি দুই দিন। ফলোঅনে পড়ে গেছে জিম্বাবুয়ে। তারপরও আজ কোন দল ব্যাটিং শুরু করে, তা জানা যাবে সকালেই। হতে পারে জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে  নিজেরাই ব্যাটিং করবে বাংলাদেশ। সে ক্ষেত্রে মাহমুদউল্লাহরা বড় টার্গেট ছুড়ে দেবে সফরকারীদের দিকে। আবার উল্টোটাও হতে পারে।  

এখন যা অবস্থা তাতে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। সংবাদ সম্মেলনে জয়ের আশাই ব্যক্ত করেছেন তাইজুল ইসলাম। নিজের পাঁচ উইকেট প্রাপ্তিতেও খুশি তিনি, ‘ভালো লাগছে আবারো ৫ উইকেট পেয়েছি। ৪ উইকেট পাওয়ার পরই আশাবাদী ছিলাম। শেষ পর্যন্ত তা হয়েছে।’ ফিল্ডিংয়ের সময় চিতার মতো লাফ দিয়ে ব্রেন্ডন টেইলরের ক্যাচ লুফে তাইজুল দলের সার্বিক অবস্থা সম্পর্কে বলেন, ‘এখনো আমরা ভালো অবস্থানে আছি। আগামী দুই দিনে ভালো করতে পারলে রেজাল্ট আমাদের দিকেই আসবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads