• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এবার উইন্ডিজ সিরিজে চোখ টাইগারদের

উইন্ডিজ কিক্রেট দল

ছবি : ইন্টারনেপ

ক্রিকেট

এবার উইন্ডিজ সিরিজে চোখ টাইগারদের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

ওয়ানডে সিরিজের রেজাল্ট রঙিন। জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ। তবে টেস্টে এসে গোলমাল বেধেছিল। আর সেটা সিলেট টেস্টে বাজেভাবে হারায়। তবে ঢাকা টেস্টে দারুণ জয়ে সিরিজ সমতা আনায় বাহবা পেতেই পারে বাংলাদেশ দল। শেষ টেস্টের লড়াকু মনোভাব নিয়ে এবার টাইগারদের চোখ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। যারা ইতোমধ্যে পা রেখেছে বাংলাদেশে। শুধু তাই নয়, অনুশীলনে রীতিমতো ঘাম ঝরাচ্ছে চট্টগ্রামে।

জিম্বাবুয়ের চেয়ে খাতা-কলমে, ধারে-ভারে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এটা না বললেও চলে। তবে এবার দলে নেই ভয়ঙ্কর ক্রিস গেইল। ইনজুরির কারণে টেস্টে নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডারও আসেননি। তার পরিবর্তে উইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। এটা থেকে কিছুটা স্বস্তি পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এ লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে ক্যারিবীয়রা। বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্রাফেট শিবির। চট্টগ্রামে ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর ঢাকায়। টেস্ট সিরিজের আগে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

টেস্ট সিরিজের পর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ওয়ানডে ৯ ও ১১ ডিসেম্বর ঢাকায় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে, ১৪ ডিসেম্বর। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সিলেটে মুখোমুখি হবে দুই দল। শেষ দুটি টি-টোয়েন্টি মিরপুরে, ২০ ও ২২ ডিসেম্বর। তার মানে ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশকে মোকাবেলা করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। চলতি বছরেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলে এসেছে বাংলাদেশ। যেখানে টেস্টে হোয়াইটওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে। তবে আশার কথা হলো, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। শেষ দুটি সিরিজই বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাফল্যের ঝলকানি থাকলেও টেস্টে সেই পুরনো হতাশাই ভর করেছে। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের জয় মাত্র দুটি। দুটি জয়ই সেই ২০০৯ সালে। যখন বিদ্রোহের কারণে সিনিয়র খেলোয়াড় ছিলেন দলের বাইরে। কার্যত ওয়েস্ট ইন্ডিজের বি টিমের সঙ্গে খেলেছিল তখন বাংলাদেশ। ওই দুটি জয়ের পর একটি মাত্র ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। এরপর টেস্টে টানা সাত ম্যাচে হারের বেদনা। ১৪ বারের মোকাবেলায় ১০ জয় ওয়েস্ট ইন্ডিজের। দুটি ম্যাচ হয়েছে ড্র। টেস্ট সিরিজ দিয়েই যেহেতু শুরু হচ্ছে টাইগারদের মিশন, শঙ্কা থাকছেই।

ওযানডে ক্রিকেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে মোট ৩১ বার। তাতে নয়টিতে জয় বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের ২০টি। দুটি ম্যাচ পরিত্যক্ত। সর্বশেষ ওয়ানডে সিরিজটা আশা জাগানিয়া। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই চলতি বছর তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৪৮ রানে। দ্বিতীয় ম্যাচটায় বাংলাদেশ হেরে যায় মাত্র ৩ রানের ব্যবধানে। তবে সিরিজের শেষ ম্যাচে ঠিকই ১৮ রানের জয় তুলে নেয় সাকিব-তামিমরা।

এরপর হয়েছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় সাত উইকেটে, বৃষ্টি আইনে। তবে দ্বিতীয় ম্যাচে সাকিব ও তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পায় ১২ রানে। শেষ ম্যাচে জয় ১৯ রানে।

আসন্ন সিরিজে বাংলাদেশ শিবিরে বড় শঙ্কার নাম সাকিব ও তামিম। দুজনই রয়েছেন ইনজুরিতে। দুজন উইন্ডিজ সিরিজ খেলতে পারবেন এখনো নিশ্চিত নয়। ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে নেটে ব্যাটিং করতে গিয়ে পাঁজরে ব্যথা পেয়েছেন তামিম। অন্যদিকে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেছেন সাকিবও। তবে তিনি খেলতে পারবেন কি না, তা বোঝা যাবে আরো কয়েকদিন পর। সর্বশেষ খবরটিও হতাশারই। নির্বাচনী প্রচারণার কারণে ওয়ানডে সিরিজে না পাওয়া যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানিয়েছেন, ফ্রি থাকলে অবশ্যই খেলবেন মাশরাফি। কিন্তু ৩০ তারিখে জাতীয় সংসদ নির্বাচন হলে মাশরাফি আদৌ সময় পাবেন কি না, তা ভেবে দেখার বিষয়।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড

 

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরিন হ্যাটমেয়ার, শাই হোপ, শেমরন লুইস, কিমো পল, কিয়েরন পাওয়েল, র্যামন রেইফার, কিমার রোচ এবং জোমেল ওয়ারিক্যান

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads