• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মুমিনুলের আত্মবিশ্বাসী ফিফটি

মুমিনুল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

মুমিনুলের আত্মবিশ্বাসী ফিফটি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৮

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে না পারায় ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়তে নামেন দারুণ ফর্মে দলে ফেরা সৌম্য সরকার। কিন্তু, ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেছেন ইমরুল-মুমিনুল। ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী মুমিনুল। মাত্র ৭৫ বল ৫৩ রানে ক্রিজে রয়েছেন তিনি।

বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটকিপার), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads