• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের স্বস্তির জয়

মোসাদ্দেক

ছবি : সংগৃহীত

ক্রিকেট

এসিসি ইমার্জিং কাপ

বাংলাদেশের স্বস্তির জয়

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

শুরুটা বাজেই। সংযুক্ত আরব আমিরাতের কাছে হার। তবে এসিসি ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল করাচিতে হংকংয়ের বিরুদ্ধে ২৮ রানের জয় পেয়েছে নূরুল হাসান শিবির।

আরব আমিরাতের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। হংকংয়ের বিপক্ষে সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরির পর বল হাতেও বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিলেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার। এই জয়ের পরও অবশ্য পুরোপুরি স্বস্তিতে নেই বাংলাদেশ। পরের রাউন্ডে যেতে হলে আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সোহানদের।

টস জিতে আগে ব্যাট করতে নেমে মোসাদ্দেকের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে হংকং। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মিজানুর রহমানের (৮) উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দ্বিতীয় উইকেট জুটিতে টাইগারদের সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন জাকির হাসেন ও নাজমুল হোসেন শান্ত। ৪৯ রানে জাকির ও ৩৬ রানে শান্ত ফিরলে হাল ধরেন মোসাদ্দেক। উইকেটে দাঁড়িয়ে দ্রুতলয়েই ব্যাট চালিয়েছেন তিনি। ৮ চারের সঙ্গে ৩ ছক্কার ইনিংস তার। ঠিক ১০০ রানের ইনিংসটি ৮৬ বলের।

৯০ রানের জুটিতে মোসাদ্দেককে যোগ্য সঙ্গ দিয়েছেন ৪৫ রান করা ইয়াসির আলী। এ দুজন ফিরতেই তিনশর সুবাস পেতে থাকা বাংলাদেশের ইনিংস আটকে যায় ৮ উইকেটে ২৮৬ রানে। মাঝে অধিনায়ক সোহান ১৩ বলে ২০ এবং অলরাউন্ডার আফিফ হোসেন ২৫ বলে ২০ রানের অবদান রাখেন।

২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে জবাবটা ভালোই দিচ্ছিল হংকং। ওপেনার নিজাকাত খানের ৯২ ও বাবর হায়াতের ৯১ রানে ভর করে বাংলাদেশকে হারের ভয়ও দেখাচ্ছিল তারা। তবে নিজাকাত ও বাবরের বাইরে আর কোনো ব্যাটসম্যান থিতু হতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। জয় থেকে ২৮ রান দূরে থাকতে ৭ উইকেট ২৫৮ রানে থামে হংকংয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। পেসার খালেদ আহমেদও পান ২টি উইকেট। শরিফুল ও নাঈম পান একটি করে উইকেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads