• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
অস্ট্রেলিয়ার ভরসা এখন হেড

ট্রাভিস হেড

ছবি : সংগৃহীত

ক্রিকেট

অস্ট্রেলিয়ার ভরসা এখন হেড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

আত্মতুষ্টিতেই হয়তো ভুগেছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ভারতকে যে তারা ২৫০ রানে গুটিয়ে দিতে পেরেছে। সেটাই হয়তো কাল হয়েছে স্বাগতিকদের জন্য। ভারতের ব্যাটিং বিপর্যয়ের ভূত বুমেরাং হয়ে এবার চেপে বসেছে অস্ট্রেলিয়ার কাঁধে। রবিচন্দ্র অশ্বিনের স্পিন জাদুতে অতিথিদের চেয়ে খারাপ স্কোর গড়ার আশঙ্কায় এখন আয়োজকরা। কারণ প্রথম ইনিংসে ১৯১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে স্নায়ুচাপে ভুগছে অজিরা। জমে উঠা লড়াইয়ে অস্ট্রেলিয়ানদের এখন ভরসা কেবল ঘরের মাঠে অভিষেকে ধৈর্যের অগ্নিপরীক্ষায় ৬১ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড। তার হার না মানা অর্ধ-শতকের ওপর ভর করেই প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রতিযোগিতায় টিকে থাকার আশায় বুক বেঁধেছে অস্ট্রেলিয়া। তবে এখনো ৫৯ রানে পিছিয়ে তারা। হাতে আছে মাত্র ৩ উইকেট।

৯ উইকেটে ২৫০ নিয়ে দ্বিতীয় দিন শুরু করে একটি রানও যোগ করতে পারেনি বিরাট কোহলির ভারত। সকালে প্রথম বলে মোহাম্মদ শামির আউটে ভারতীয় ইনিংসে পর্দা নেমে যায়। কিন্তু ভারতকে দ্রুত অলআউট করেও কোনো সুবিধা নিতে পারেনি অধিনায়ক টিম পেইনের দল। মারকাস হ্যারিস, শন মার্শ ও উসমান খাজার তিন উইকেট নিয়ে অজি টপ-অর্ডার ধসিয়ে দেন অশ্বিন।

ইনিংসের তৃতীয় বলেই ওপেনার অ্যারোন ফিঞ্চকে শূন্য রানে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। খাজা ও হ্যারিসের ৪৫ রানে জুটি অশ্বিন ভেঙে দিলেও ৪ উইকেটে ১১৭ রান নিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়ানরা। সপ্তম উইকেটে প্যাট কামিন্স ও হেড ৫০ রানের জুটি গড়ে সাহস জোগান। দিন শেষে অষ্টম উইকেটে মিচেল স্টার্ক ও হেড জুটির ওপর এখন তাকিয়ে অস্ট্রেলিয়া। আর সফরকারী ভারতীয় শিবির দ্রুত ফিনিশিং-র জন্য তাকিয়ে অশ্বিনের দিকে।

সংক্ষিপ্ত স্কোর : প্রথম টেস্ট

ভারত : প্রথম ইনিংস ২৫০/১০ (পূজারা ১২৩, রোহিত ৩৭; হ্যাজলউড ৩/৫২)

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ১৯১/৭ (হেড ৬১ ব্যাটিং, হ্যান্ডসকম্ব ৩৪; অশ্বিন ৩/৫০, ইশান্ত ২/৩১ ও বুমরাহ ২/৩৪)

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads