• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
তেতে ওঠা উইন্ডিজের সামনে নির্ভার বাংলাদেশ

উইন্ডিজের সামনে নির্ভার বাংলাদেশ

সংরক্ষিত ছবি

ক্রিকেট

তেতে ওঠা উইন্ডিজের সামনে নির্ভার বাংলাদেশ

  • মাহমুদুন্নবী চঞ্চল
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

ওয়ানডে সিরিজের আগে অনুমতিভাবেই ফুরফুরে মেজাজে টাইগাররা। এর পেছনে কারণ একাধিক। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ জয়ের উৎসবের আবহ এখনো বিদ্যমান। এর সঙ্গে যোগ হয়েছে হার্ড হিটার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। দলের স্পিরিট তাতে বেড়ে দাঁড়িয়েছে কয়েকগুণ। ঘরের মাঠে শেষ সিরিজ খেলতে প্রস্তুত ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা? সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে উত্তুঙ্গ আত্মবিশ্বাসে ফুটছে গোটা বাংলাদেশ। এবার দেখার বিষয় ২২ গজের কমব্যাট জোনে কতটা আনন্দের রেণু ওড়াতে পারে মাশরাফি ব্রিগেড। টেস্ট সিরিজের ধকল কাটিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয় ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল তো হুমকিই দিয়ে রেখেছেন, ‘এই বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ট ভালো দল ওয়েস্ট ইন্ডিজ।’ শুধু তাই নয়, তিনি ফিরিয়ে আনছেন ঘরের মাঠে গত জুলাইয়ের দুঃসহ সিরিজ হারের স্মৃতি। এবার তিনি বলছেন, ‘ঘরের মাঠে যেভাবে আমরা হেরেছি, এবার বাংলাদেশকেও সেভাবে হারাতে চাই।’ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি অবশ্য উত্তেজনা আগলে রেখে থাকতে চাইছেন নির্ভার। তবে তার চোখেও ক্যারিবীয়দের বিরুদ্ধে চতুর্থ সিরিজ জয়ের সোনালি স্বপ্ন। সব মিলিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের আগে ঠাসা রোমাঞ্চের আবহ। আজ প্রথম ওয়ানডে মিরপুরে। ম্যাচ শুরু দুপুর ১টায়।

পরিসংখ্যানে চোখ বুলালে স্বস্তি পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৩১ ওয়ানডে মোকাবেলায় তাদের জয় ২০টি, সেখানে বাংলাদেশের জয় ৯টি। দুটি ম্যাচে রেজাল্ট হয়নি। তবে সবশেষ সিরিজের স্মৃতি মাশরাফিদের জন্য আশাজাগানিয়া। যেখানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। অল্পের জন্য হয়নি হোয়াইটওয়াশ। সেখানে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডেতে কতটা ভয়ঙ্কর, তা জানে ক্রিকেটবিশ্ব। এখন বাকি মাঠে সেই পারফরম্যান্সের প্রতিফলন।

ওপেনিং নিয়ে মধুর সমস্যায় রয়েছে বাংলাদেশ। তামিম, সৌম্য, লিটন, ইমরুল- চারজনই রয়েছেন উড়ন্ত ফর্মে। তবে ব্যাট হাতে শুরুটা তামিম ও ইমরুলই করতে পারেন। সেক্ষেত্রে নিচে নেমে যেতে হবে সৌম্যকে। টেস্টে চার স্পিনার নিয়ে উইন্ডিজকে ধসিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে বৈপরীত্য। থাকবে মাশরাফিসহ তিন পেসার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আশার বেলুন ফুলছে দুজনকে নিয়ে। দুই বছর পর ওয়ানডেতে ফিরেছেন ব্রাভো। খেলবেন হার্ড হিটার মারলন স্যামুয়েলসও। আছেন টেস্টে মারমুখী ব্যাট করা হেটমায়ার, যা বাড়তি স্বস্তি দিচ্ছে সফরকারীদের।

আজকের ম্যাচটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফির জন্য অন্যরকম মাইলফলকের। মাঠে নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন তিনি। যদিও এমন অর্জন গায়ে মাখছেন না তিনি, ‘আমি আগেও বলেছি, এগুলো আমাকে স্পর্শ করে না। এসব চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততেই হবে।’ জয়ের বাসনা উইন্ডিজ ক্যাপ্টেন পাওয়েলের কণ্ঠেও, ‘আমরা দীর্ঘদিন ওয়ানডে সিরিজ জিতিনি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads