• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ম্যাশের চোখে দুই দলই ফেভারিট

টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে লড়াই। প্রথম ম্যাচের আগে গতকাল অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রা

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

ম্যাশের চোখে দুই দলই ফেভারিট

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

টেস্টে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ। এবার শুরুর অপেক্ষায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। ক্রিকেটের এই সংস্করণেও টাইগারদের কাছে উড়ে যাবে ক্যারিবীয় শিবির, এমন আশাতে বুঁদ ক্রিকেটভক্তরা। তবে আজ থেকে ওয়ানডে যুদ্ধ শুরুর আগে ভক্তদের আশায় লাগাম টেনে রাখছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। যেখানে তিনি বলছেন, ওয়ানডে সিরিজে দুই দলই ফেভারিট। সিরিজ জয়ের সুযোগ রয়েছে দুই দলের সামনে। কেন এমনটি বললেন মাশরাফি, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

আজ বেলা ১টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে। তার আগে গতকাল দুই দলই শেষবারের মতো ঘাম ঝরিয়েছে মিরপুরে। আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের লক্ষ্য ও কৌশলসহ নানা বিষয়ে কথা বলেন মাশরাফি। টেস্টে দাপুটে জয়ের পর ওয়ানডে সিরিজে ফেভারিট হিসেবে যাত্রা শুরু করবে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে মাশরাফি জানান, ‘আমি বলব সমান সমান। কারণ ওদের দলে দুর্দান্ত একজন ফাস্ট বোলার আছে। শুরুতে এসব বোলাররা হুটহাট উইকেট নিতে পারে। যাতে চাপ পড়বে। ওদের মাসল পাওয়ার আছে। যেটা এই ধরনের ফরম্যাটে খুব বেশি কাজ করে। বিশেষ করে ৪০ ওভার পর্যন্ত যে ফিল্ডিং বাধ্যবাধকতা আছে। তাই আমাদেরকে লক্ষ্য থাকবে ওদেরকে জুটি বড় করতে না দেওয়া। এমনি এমনি তো জেতা সম্ভব নয়। অবশ্যই হোম ওয়ার্ক, একই সঙ্গে মাঠে বাস্তবায়নটা শতভাগ ঠিক থাকতে হবে। অন্তত ৮০ ভাগ ঠিক থাকলে হয়তোবা ভালো ম্যাচ হবে। টেস্টের মতো বা আগে-পরে যেসব ম্যাচ জিতে আসছি এতটা সহজ হবে না ওয়ানডে সিরিজে।’

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। কিন্তু কোনো ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। বোলিংয়ে কোনো ঘাটতি এবারো? মাশরাফির মতে, জয়টাই আসল। তিনি বলেন, ‘হ্যাঁ ওদের কোনো ম্যাচে আমরা অলআউট করতে পারেনি। তবে ম্যাচ জেতার জন্য যা করা দরকার সেটা করতে পেরেছি। আপনি ম্যাচটা কীভাবে জেতেন সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।’ নিজের বোলিং ও ফিটনেস নিয়ে ম্যাশ বলেন, ‘আমি চেষ্টা করছি শতভাগ ফিট হতে। জিম্বাবুয়েতে যেটা হয়েছিল, এশিয়া কাপ থেকে কিছু ইনজুরি ক্যারি করছিলাম। এখন প্র্যাকটিস করছি, আশা করছি ঠিক থাকার কথা।’

ওয়ানডে সিরিজে ফিরছেন সাকিব ও তামিম- যা দলের জন্য বড় টনিক হিসেবে কাজ করছে। মাশরাফিও তাই মনে করছেন, ‘অবশ্যই সাকিব-তামিম দলে থাকা আমাদের জন্য বিরাট সুবিধা। প্রস্তুতি ম্যাচেও তামিম দারুণ খেলেছে- এটা তামিমের জন্যও স্বস্তি, আমাদের জন্যও স্বস্তি। আমি একই সঙ্গে বলব যে, ইনজুরি থেকে আসা এবং এসে পারফর্ম করা কিন্তু সময়ের ব্যাপার। তামিম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে বলেই পরের ম্যাচে দারুণ ইনিংস খেলবে, এটা নাও হতে পারে। আবার এর চেয়েও ভালো খেলতে পারে। চোট থেকে ফিরলে বেশ কিছু দিন লাগে মানিয়ে নিতে। দুই মাস থেকে আড়াই মাস পর্যন্ত বাইরে ছিল। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। সাকিব হয়তো দুইটা টেস্ট ম্যাচ খেলে কিছুটা মানিয়ে নিয়েছে। তামিমের হয়তো কিছুটা সময় লাগতে পারে। কিন্তু ওরা দুইজন থাকা আমাদের জন্য স্বস্তিদায়ক ব্যাপার।’

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করা যাবে কি না? মাশরাফি এখনো এমন কিছু ভাবছেন না। তার চোখে শুরুটা ভালো করা। তিনি বলেন, ‘একটা একটা ম্যাচ ভাবা ছাড়া সুযোগ নেই। প্রথম ম্যাচ খেলতে নামার আগে তিনটা ম্যাচ নিয়ে ভাবলে অনেক চাপ আসে। প্রথম ম্যাচটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। তার পরেরটা পরে ভাবা যাবে।’ ফর্মে আছে চার ওপেনার। আজ ওপেনিংয়ে দেখা যেতে পারে তামিম ও ইমরুল কায়েসকে। সৌম্য ব্যাট করতে পারেন একটু নিচে। লিটনও আবার জোর দাবিদার। মধুর এমন সমস্যায় ইতিবাচক দিক খুঁজছেন মাশরাফি, ‘আপনি যেটা বললেন ভালো (মধুর)। সমস্যা হলো সবাই ফর্মে আছে টপ অর্ডারে। যেটা আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম। একটা সিদ্ধান্তে যেতেই হবে। কথাবার্তা অনেক চলবে। কোচ, নির্বাচকদের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতেই হবে।’

দিবা-রাত্রির ম্যাচ। সন্ধ্যার পর শিশির সমস্যা করতেই পারে। সে ক্ষেত্রে টস খুব গুরুত্বপূর্ণ। মাশরাফি বলেন, ‘এই সময় আমরা গত বছর বিপিএল খেলেছি। রাতের ম্যাচে ডিউ মিরপুরের খুব বেশি প্রভাব ফেলেনি। তবে কোনো কোনো ম্যাচে করেছে।’ টস জিতলে আগে ব্যাটিং। কত রান করলে নিরাপদ? মাশরাফির মতে, ‘ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে আসলে কত রান আমরা করতে পারব এটা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি। তবে স্পষ্টতই এই উইকেটে ২৬০ সাধারণত অনেক সময় নিরাপদ ধরা হয়। ডিউ পড়লে হয়তো সেটা আরও ২০-২৫ রান দরকার হয়। আর যদি শুরুতে ডিউ না থাকে ২৪০-২৫০তেও আপনারা দেখেছেন আমরা ম্যাচ জিতেছি। আর টসের কথা যেটা বললাম, অনেক কিছুর ওপর নির্ভর করছে।’

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ নতুন মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। খেলবেন ২০০তম ওয়ানডে ম্যাচ। তবে এমন রেকর্ডে আবেগতাড়িত নন নড়াইল এক্সপ্রেস, ‘ধন্যবাদ মনে করার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এইগুলো আমাকে স্পর্শ করে না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এই দিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো। এটা অবশ্যই একটা অর্জন। তবে এসব চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে।’

ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় বলতে পারেন মাশরাফি। সেই হিসাব করলে ঘরের মাঠে শেষ সিরিজ এটি তার জন্য। তবে মাশরাফি ছেড়ে দিলেন সব ভবিষ্যতের কাছে, ‘বলা কঠিন। আসলে ভবিষ্যতের কথা তো বলা যায় না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads