• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন

বাংলাদেশ দল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেসে হেরে ওয়ানডের লড়াইয়ে নেমেছে লাল-সবুজের দল। ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন এসেছে।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তনগুলো হলো দলে ফিরেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।

গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আবু হায়দার রনি ও আরিফুল ইসলাম।

এ সিরিজে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর পর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে ১১ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেটে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

উল্লেখ্য, আজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ২০০তম ওয়ানডে ম্যাচ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads