• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘আমরা ঠিকই ঘুরে দাঁড়াব’

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

বিসিবির সঙ্গে ইউনিসেফের চুক্তি

‘আমরা ঠিকই ঘুরে দাঁড়াব’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিততে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তা হয়নি। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে মাশরাফিরা হেরে গেছেন বলতে গেলে এক শাই হোপের অতিমানবীয় ইনিংসের কাছে। কাল ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। যে ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এই ম্যাচ যারা জিতবে, তারাই উৎসবে মাতবে সিরিজের ট্রফি নিয়ে। এই ম্যাচে বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

গতকাল মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইউনিসেফের মধ্যকার একটি চুক্তি সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু তিনি আসতে পারেননি। তার বদলে ছিলেন মিরাজ। ইউনিসেফের সঙ্গে বাংলাদেশ দলের চুক্তি প্রসঙ্গ ছাড়াও তিনি কথা বলেন চলমান ওয়ানডে সিরিজ নিয়ে।

শিশুদের অধিকার রক্ষায় এবং ক্রিকেট খেলায় তাদের অংশগ্রহণ বাড়াতে ইউনিসেফ ও বিসিবির মধ্যে এই চুক্তি হয়েছে দুই বছরের জন্য। বিসিবির আন্তর্জাতিক চ্যারিটি অংশীদার হিসেবে মনোনীত হয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। চুক্তি অনুযায়ী বিশ্বখ্যাত ইউনিসেফ লোগো এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব-১৯) জার্সিতে শোভা পাবে। এই প্রথমবারের মতো মা ও শিশুর প্রতীক সংবলিত এই লোগো আন্তর্জাতিক কোনো ক্রিকেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে। এটা জাতিসংঘের এই প্রতিষ্ঠানের জন্যও একটি মাইলফলক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি বেগবেদার বলেন, ‘আগেও বিসিবি ও ইউনিসেফের মধ্যে বেশ কিছু কর্মসূচি সাফল্যের সঙ্গে হয়েছে। নতুন এই চুক্তির মাধ্যমে ক্রিকেট আরো বেশি সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাবে বলে আমরা আশা করি।’

চুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকা জাতীয় দলের একমাত্র ক্রিকেটার মিরাজকে অবশ্য বেশি উত্তর দিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ নিয়ে। শেষ ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। না হলে খোয়াতে হবে সিরিজের ট্রফি। ম্যাচটি তাই ডু অর ডাই। এমন ম্যাচে বাংলাদেশ ভালো খেলে, বিশ্বাস মিরাজের। তিনি বলেন, ‘বাংলাদেশের ডু অর ডাই ম্যাচগুলোই আমরা ভালো খেলি।’ গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা যেমন। ১-১ ব্যবধানে সমতায় থাকতে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। মিরাজ সেই স্মৃতিই মনে করিয়ে দিলেন আরেকবার, ‘এখনো তো আমরা সিরিজে আছি, লাস্ট ম্যাচ আমাদের ডু অর ডাই। আর আসলে আমাদের ডু অর ডাই ম্যাচগুলোই আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম।’

সিলেটে দারুণ জয়েরই প্রত্যাশা করছেন মিরাজ। তার বিশ্বাস দল আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়াবে, ‘আমাদের জন্য একটা ভালো সুযোগ পরের ম্যাচে। আশা করছি ভালোভাবেই ঘুরে দাঁড়াব।’ সিলেটে দলের উন্নতির কিছু জায়গাও তুলে ধরেছেন মিরাজ। সেটি অবশ্যই মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচের হার থেকে। ২১ বছর বয়সী এই অফস্পিনার বলেন, ‘মঙ্গলবার কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওই রকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো।’ পেসারদের নিয়ে মিরাজের আক্ষেপ আছে একটু, ‘বিশেষ করে আমাদের পেস বোলাররা বা আমরা শেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে ভালো বল করিনি। আমার কাছে মনে হয় ওইসব জায়গায় উন্নতি করলে ভালো হবে। আর অবশ্যই ব্যাটসম্যানরাও ভালো করছে। এটা স্রেফ চালিয়ে যেতে হবে।’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটা বিষয়ে খুব কথা হয়েছে। আর সেটা হলো মিরপুরে এটাই হয়তো মাশরাফির শেষ ম্যাচ। কারণ রাজনীতির অঙ্গনে নাম লেখানো নড়াইল এক্সপ্রেস বড়জোর খেলতে পারেন আগামী ইংল্যান্ড বিশ্বকাপ। সে প্রসঙ্গে মিরাজ তেমন কোনো জবাব দিতে পারেননি। তবে তার প্রত্যাশা, মাশরাফি ভাই যেন আরো অনেক দিন দলকে সার্ভিস দিতে পারেন। তিনি বলেন, ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। আমাদের চেষ্টা থাকবে। বলতে পারব না এটা (মিরপুরে) শেষ ম্যাচ কি না। আমরা চাই মাশরাফি ভাই আরো অনেক দিন খেলুক। এটাই আমি চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads