• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
হাবিবুলকে টপকে সবার ওপরে মাশরাফি

নতুন উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

সংগৃহীত ছবি

ক্রিকেট

হাবিবুলকে টপকে সবার ওপরে মাশরাফি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস করেই স্পর্শ করেছিলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার সুমনকে। এবার সিলেটে তৃতীয় ওয়ানডে ম্যাচে টস করার মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অধিনায়ক এখন তিনিই। 

২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ৬৯টি ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দিয়ে এতদিন সবার ওপরে ছিলেন বর্তমানে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন। সিলেটের ম্যাচটি লাল-সবুজদের অধিনায়ক হিসেবে মাশরাফির ৭০তম ওয়ানডে।

মাশরাফি প্রথমবার নেতৃত্ব পান ২০০৯ সালে। নেতৃত্বের প্রথম টেস্টেই চোট, ছিটকে যাওয়া দল থেকে। ফিরে ওয়ানডেতে প্রথম নেতৃত্ব দেন ২০১০ সাল, ইংল্যান্ড সফরে। পরে আবারো চোট। ফিট হলে নেতৃত্বে ফেরার ডাক আসে আবারো, ২০১৪ সালে। টাইগার ক্রিকেট তখন টানা ব্যর্থতায় নিমজ্জিত। মাশরাফি দায়িত্ব নিয়ে অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখান।

২০১৫ সাল থেকে বিস্ময়কর ঊর্ধ্বগামী বাংলাদেশ ক্রিকেটের সাফল্যরেখা। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে ওঠার আনন্দ, গত এশিয়া কাপের ফাইনালে খেলা তো আছেই। ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্য এসেছে মাশরাফির নেতৃত্বে।

২০১৪ সালের নভেম্বর থেকে ঘরের মাঠে চলা উইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডে পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৩টিতে বাংলাদেশের হয়ে টস করেছেন মাশরাফি। বিশ্রাম ও স্লো ওভার রেটের নিষেধাজ্ঞার কারণে তিনটি ম্যাচে নামতে পারেননি। এই পথে অধিনায়ক হিসেবে সাফল্যে দেশের সবাইকে টপকে গেছেন। ৬৯ ওয়ানডেতে তার নেতৃত্বে জয় এসেছে ৩৯টি। ৬৯ ম্যাচে হাবিবুলের নেতৃত্বে জয় ছিল ২৯টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads