• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টি-টোয়েন্টি দলে মিঠুন ও সাইফ

মিঠুন ও সাইফ

সংগৃহীত ছবি

ক্রিকেট

টি-টোয়েন্টি দলে মিঠুন ও সাইফ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে লক্ষ্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ক্যারিবিয়ানে খেলা শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন দুই ব্যাটসম্যান সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন এবং পেসার আবু জায়েদ চৌধুরী।

শ্রীলঙ্কার বিপক্ষে গত ফেব্রুয়ারিতে সিলেটে সবশেষ টি-টোয়েন্টিতে খেলা মিঠুন ও সাইফ দলে ফিরেছেন এই সংস্করণে কিছু না করেই। আগামী সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ দুটি টি-টোয়েন্টি।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আরিফুল হক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads