• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
৬ রানের আক্ষেপ মুমিনুলের

মুমিনুল হক

সংগৃহীত ছবি

ক্রিকেট

৬ রানের আক্ষেপ মুমিনুলের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

রান বন্যায় অনুমিতভাবে ড্র হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচটি। তবে এমন ম্যাচে ৬ রানের জন্য আক্ষেপে পুড়েছেন পূর্বাঞ্চলের মুমিনুল হক। তিনি আউট হয়েছেন ১৯৪ রানে। পাননি ডবল সেঞ্চুরির দেখা। অন্যদিকে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে পরাজিত করেছে দক্ষিণাঞ্চল।

রাজশাহীতে প্রথম ইনিংসে ৪৬৬ রান করে পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৬২ (ডিক্লে)। জবাবে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ৩৭৭। গতকাল দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯০ রান। ৩২ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। তার সঙ্গে ৫ রানে অপর অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান। গতকাল ম্যাচের চতুর্থ ও শেষ দিনে সেঞ্চুরি তুলে নিয়ে মুমিনুল আগাতে থাকেন দ্বিশতকের দিকে। তবে বিরূপ ভাগ্য। তিনি থামেন ডবল সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে। ২৮১ বলে ১৯৪ রানে তানবিরের বলে এবাদতের হাতে ক্যাচ দেন তিনি। দারুণ ইনিংসে মুমিনুল হক হাঁকিয়েছেন ২৩টি চার ও তিনটি ছক্কা। ৮৩ রানে থামেন মাহমুদুল হাসান। ১৯ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আশরাফুল। জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল ১ উইকেটে ১১৬ রান করে দিন শেষ করে। অধিনায়ক জহুরুল ইসলাম ১৫ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন জুনায়েদ সিদ্দিকি (৫১) ও ফরহাদ হোসেন (৫০)। ম্যাচ সেরার পুরস্কার জেতেন পূর্বাঞ্চলের রনি তালুকদার। প্রথম ইনিংসে ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

অন্যদিকে শেষ দিনে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের টার্গেট ছিল ১৩৪ রান। তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত ছিলেন ওপেনার এনামুল হক বিজয়। ব্যাট হাতে ৪৬ রান ও বল হাতে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads