• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এবার প্রচারণায় চোখ মাশরাফির

মাশরাফি বিন মুর্তজা

সংগৃহীত ছবি

ক্রিকেট

এবার প্রচারণায় চোখ মাশরাফির

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

সিরিজ শুরুর আগেই বলেছিলেন, তার মাইন্ড সেটআপ এখন পুরোপুরি ক্রিকেটে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর অন্যদিকে মন দেবেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ করায়ত্ত করেছে বাংলাদেশ। ক্যাপ্টেন মাশরাফি এবার মুক্ত। তার চোখ নির্বাচনী প্রচারণায়।

টি-টোয়েন্টি দলকে শুভ কামনা জানিয়ে ক্রিকেট থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বিরতি নিচ্ছেন মাশরাফি। আগামী দুই-তিন দিনের মধ্যেই মাশরাফি নেমে পড়বেন নড়াইল-২ সংসদ নির্বাচনী প্রচারণায়।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর মাশরাফি সংবাদ মাধ্যমকে জানান, ‘আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম এবং মনোযোগী ছিলাম যে, আমার আগে কাজ (উইন্ডিজ সিরিজ) ছিল এটি। আগে এটি শেষ করেই অন্য কাজ (নির্বাচনী প্রচারণা) করব। আর দশটা সিরিজের মতোই মনোযোগী ছিলাম। টি-টোয়েন্টির জন্য দলকে শুভ কামনা জানাই। এখন আমি আমার কাজ (নির্বাচনী প্রচারণা) করব।’

ক্রিকেট মাঠে মনোযোগ-সফলতার পেছনে এটিকেও অনেক কারণের একটি হিসেবে অভিহিত করলেন টাইগার অধিনায়ক, ‘আমার কাজ এরপর যেটি, সেটি (নির্বাচন) করব। আপনাদেরকেও ধন্যবাদ যে এই আট-দশ দিনের ভেতরে এসব নিয়ে কথা তোলেননি। এটা আমাকে অনেক সাহায্য করেছে (ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে)।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads