• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাশরাফি সাকিব মুখোমুখি আজ

মাশরাফি ও সাকিব

সংরক্ষিত ছবি

ক্রিকেট

মাশরাফি সাকিব মুখোমুখি আজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০১৯

কারো দুই ম্যাচ, কারো তিন ম্যাচ করে অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আকর্ষণ ধীরে ধীরে বাড়ছে। দেশি-বিদেশি তারকাদের ব্যাটিং-বোলিং নৈপুণ্যে সবচেয়ে ছোট ফরম্যাটের এই ক্রিকেট আসরের জৌলুস এখনো প্রায় পুরোটাই বাকি রয়ে গেছে। একমাত্র ভারত ছাড়া বিশ্বের সব দেশের ক্রিকেটার এবং বাংলাদেশের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের পদচারণায় মুখরিত এখন ক্রিকেট স্টেডিয়াম।

এ অবস্থায় ঢাকা পর্বে আজ শুক্রবার রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস লড়বে গতবারের চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তুজার দল রংপুর রাইডার্স দলের বিপক্ষে। এই ম্যাচটি আজকের আকর্ষণীয় লড়াই। কারণ, এটা শুধু ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স দলের লড়াই নয়, এটা সাকিব আর মাশরাফিরও লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে ৩ উইকেটে চিটাগং ভাইকিংস দলের কাছে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যায়। প্রথম ম্যাচে রংপুরের মাত্র ৯৮ রানের জবাবে চিটাগং ৭ উইকেটে ১০১ রান করে। দ্বিতীয় ম্যাচে রংপুর ৮ রানে হারিয়ে দেয় খুলনা টাইটানস দলকে। এ ম্যাচে রংপুরের ৩ উইকেটে ১৬৯ রানের জবাবে খুলনা করে ৫ উইকেটে ১৬১ রান। প্রথম দুই ম্যাচে রংপুরের ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেইল মাঠে নামেননি। তবে তিনি তৃতীয় ম্যাচে খেলেছেন। ওই ম্যাচে রংপুর ৯ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে পরাজিত করে। ম্যাচে কুমিল্লার মাত্র ৬৩ রানের জবাবে রংপুর ১ উইকেটে করে ৬৭ রান। গেইল দারুণ এক ইনিংস খেলে দর্শকদের আনন্দ দেন। ঢাকা ডায়নামাইটস তাদের প্রথম ম্যাচে ৮৩ রানে রাজশাহী কিংস দলকে হারিয়ে দেয়। ম্যাচে ঢাকার ৫ উইকেটে ১৮৯ রানের জবাবে রাজশাহী করে ১০৬ রান। দ্বিতীয় ম্যাচে ঢাকা ১০৫ রানে খুলনা টাইটানস দলকে পরাজিত করে। ম্যাচে ঢাকার ৬ উইকেটে ১৯২ রানের জবাবে খুলনা মাত্র ৮৭ রানে অলআউট হয়। ঢাকা চাইবে টানা তৃতীয় জয় পেতে। আর রংপুরও আশা করছে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়তে। 

রাজশাহী কিংস প্রথম ম্যাচে ঢাকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে খুলনাকে পরাজিত করে। ম্যাচে খুলনার ৯ উইকেটে ১১৭ রানের জবাবে রাজশাহী ৩ উইকেটে ১১৮ রান করে। কুমিল্লা প্রথম ম্যাচে ৪ উইকেটে সিলেটকে পরাজিত করে। ম্যাচে সিলেটের ৮ উইকেটে ১২৭ রানের জবাবে কুমিল্লা ৬ উইকেটে ১৩০ রান করে। 

ঢাকার পরের ম্যাচ ১২ জানুয়ারি সিলেটের সঙ্গে, রংপুরের পরের ম্যাচ রাজশাহীর বিপক্ষে ১৩ জানুয়ারি এবং কুমিল্লার পরের ম্যাচ চিটাগং দলের সঙ্গে।

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), আসিফ হাসান, ইয়ান বেল, আন্দ্রে বির্চ, হজরতউল্লাহ জাজাই, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈম, মোহর শেখ, নুরুল হাসান, সুনিল নারিন, কায়রন পোলার্ড, রোভম্যান পাওয়েল, রনি তালুকদার, কাজী অনিক, রুবেল হোসেন, আন্দ্রে রাসেল, শুভাগত হোম ও শাহাদত হোসেন।

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবুল হাসান, রবি বোপারা, সেলডন কটরেল, এবি ডি ভিলিয়ার্স, ফরহাদ হোসেন, ফরহাদ রেজা, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, রিলি রোশো, শফিউল ইসলাম, সোহাগ গাজী, শেন উইলিয়ামস, ওসানি থমাস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : স্টিভেন স্মিথ (অধিনায়ক), আমির ইয়াসির, আবু হায়দার, এনামুল হক, লিয়াম ডসন, ইমরুল কায়েস, এভিন লুইস, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শহীদ, মোশাররফ হোসেন, থিসারা পেরেরা, সানজিত সাহা, শহীদ আফ্রিদি, শামসুর রহমান, শোয়েব মালিক, তামিম ইকবাল, সালামখেল।

রাজশাহী কিংস : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, লরি ইভান্স, আরাফাত সানি, ফজলে মাহমুদ, ক্রিশ্চিয়ান জনকার, কামরুল ইসলাম, মার্শাল আইয়ুব, মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, সেকুগে প্রসন্ন, সৌম্য সরকার, কায়েস আহমেদ, ইসুরু উদানা, ডোয়েসচেট, জাকির হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads