• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
টিভি প্রোডাকশনে খুশি বিপিএল কর্তৃপক্ষ

লোগো বিপিএল

ক্রিকেট

টিভি প্রোডাকশনে খুশি বিপিএল কর্তৃপক্ষ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

গ্রাফিক্সে হাস্যকর সব ভুল দেখা যাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। ধারাভাষ্যের মান প্রশ্নবিদ্ধ প্রবলভাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে জোগাচ্ছে হাস্যরসের উপকরণ। শুক্রবারের আগ পর্যন্ত রিভিউ পদ্ধতি থাকলেও ছিল না অপরিহার্য উপকরণ আল্ট্রা এজ। এবারের বিপিএলের টিভি প্রোডাকশন নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে প্রথম ম্যাচ থেকেই। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল এসবের সঙ্গে একমত নয়। তাদের মতে, টিভি প্রোডাকশন হচ্ছে বিশ্বমানের। বিপিএল কর্তৃপক্ষ খুশি টিভি প্রোডাকশনে।

সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যেটি না থাকায়, সেই আল্ট্রা এজ যুক্ত করা হয়েছে শুক্রবার থেকে। এদিন প্রথম ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, টিভি প্রোডাকশনে আপত্তির কিছু তারা খুব বেশি দেখছেন না। ‘কিছু প্রশ্ন এসেছে আমোদের প্রোডাকশন নিয়ে। এবার প্রোডাকশন আমরা বিসিবি নিজেরা করেছি। অন্যতম সেরা প্রোডাকশনের অভিপ্রায়ে শুরু করেছি। বিশ্বকাপ, আইপিএলের সেমিফাইনাল-ফাইনালে যে মানের প্রোডাকশন হয়, মিরপুরে সেটি করা হচ্ছে। সিলেটে স্পাই ক্যাম থাকবে না, সেখানে সেই অবকাঠামো নেই। এবার ড্রোন, স্পাইডার ক্যামসহ ৩৫টি ক্যামেরায় প্রোডাকশন হচ্ছে, যেটি আমাদের দেশে আগে কখনো হয়নি। একটি উপকরণ আসতে একটু দেরি হয়েছে, আল্ট্রা এজ। আল্ট্রা এজ যে চালাবে, তার ভিসা ছিল না। সফটওয়্যার তারই নিয়ে আসার কথা ছিল। তা চলে এসেছে। বিশ্বমানের প্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা খুশি। খারাপ বলব না। ভালো যাচ্ছে। টেকনোলজির দিক থেকে, উপকরণের দিক থেকে এরচেয়ে বেশি উপকরণ কোনো আইসিসি ইভেন্টেও ব্যবহার হয় না।’ প্রশ্নগুলো উঠছে মূলত উপকরণগুলোর ব্যবহার নিয়ে। ক্যামেরার কাজ, গ্রাফিক্স, ধারাভাষ্য- এসব নিয়ে সমালোচনা হচ্ছে প্রতিদিনই। তবে সেসব ভুলকে বড় করে দেখছেন না ইসমাইল হায়দার মল্লিক। ‘প্রোডাকশনের ভুল নেই। আমাদের ধারাভাষ্যকাররা কয়েকটা ভুল হয়তো বলেছেন। আর একদিন গ্রাফিক্সে একজন ক্রিকেটারের বয়স ভুল দেখানো হয়েছে। সেটা টাইপিংয়ের ভুল। খুব বড় কিছু নয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads