• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ফেরা অনিশ্চিত স্মিথের

স্মিভেন স্মিথ

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ফেরা অনিশ্চিত স্মিথের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

কুমিল্লার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক করেছিলেন স্মিভেন স্মিথ। বিপিএল শেষ হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্মিথের। চোটের সবশেষ আপডেটে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও ঝুলে গেছে টেম্পারিংয়ে নিষিদ্ধ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের। আচমকা কনুইয়ের ইনজুরিতে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে তাকে। ফলে পুনর্বাসনের যেই সময়টা পাচ্ছেন সেটা শেষ হবে বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে। এমন অবস্থায় বিশ্বকাপ শুরুর আগে খুব বেশি সময়ও পাচ্ছেন না প্রস্তুতির। শুরুতে অবশ্য শোনা গিয়েছিল বিপিএলে দুই ম্যাচের জন্য হয়তো মাঠের বাইরে থাকবেন তিনি। বাংলাদেশ ছেড়ে সিডনিতে পৌঁছে চোটের সার্বিক অবস্থা যাচাইয়ের পর জানা গেল, তাকে সার্জারির পর বাইরে থাকতে হবে প্রায় ৬ সপ্তাহ। এরপর শুরু হবে পুনর্বাসন। এমন সার্জারির পর হাতে বিশেষ এক বর্মও পরে থাকতে হবে স্মিথকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানালেন তেমন কথা, ‘স্মিথকে মঙ্গলবার সার্জারি করাতে হবে। ডান কনুইয়ের লিগামেন্ট সারাতে এই সার্জারি। তাকে প্রায় ৬ সপ্তাহের মতো বাইরে থাকতে হবে। এ সময়ে বিশেষ বর্ম পরে থাকতে হবে। এরপর শুরু হবে পুনর্বাসন।’ তবে তার ক্রিকেটে ফেরাটা নির্ভর করছে কখন বর্মটা হাত থেকে খুলে ফেলা হবে তার ওপর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads