• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নতুনত্ব আনছেন তাসকিন

পেসবলার তাসকিন আহমেদকে

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

নতুনত্ব আনছেন তাসকিন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

একের পর এক চোট গত বছর খুব ভুগিয়েছে পেসার তাসকিন আহমেদকে। বোলিংয়ে ছিলেন না খুব একটা ছন্দে। সেই সময় পেছনে ফেলে নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন এই তরুণ। সিলেট সিক্সার্স কোচ ওয়াকার ইউনুসের পরামর্শ মেনে বোলিংয়ে নতুনত্ব আনতে তিনি খাটছেন প্রাণপণে।

বিপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন তাসকিন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে পরের ম্যাচে ২৮ রানে নেন ৪ উইকেট। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শনিবার ৩ উইকেট নেন ৩৮ রানে। নিজের বোলিংয়ে খুশি এই তরুণ জানান, প্রতি ম্যাচে আরো উন্নতির আশায় কঠোর পরিশ্রম করে চলেছেন। ‘শেষ দুইটা ম্যাচ ভালো হয়েছে। এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। প্রত্যেকটা ম্যাচে ভুল থেকে শেখার চেষ্টা করছি। তো মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না।’

জাতীয় দলের বাইরে থাকা তাসকিন বোলিংয়ে নতুনত্ব এনে আবার খেলতে চান দেশের হয়ে। ‘সত্যি কথা বলতে কী, সব সময় বিশ্বাস করতাম জাতীয় দলে খেলার যোগ্যতা রাখার। ২০১৮ সালটা চোট আর বাজে ছন্দ মিলিয়ে একটু খারাপ কেটেছে। কঠোর পরিশ্রম করছি, সামনেও করব। ফিটনেস, ভ্যারিয়েশন অনেক কিছু নিয়ে কাজ করছি। চেষ্টা করছি নতুনত্ব আনার জন্য। লাইন, লেংথ সব কিছু নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, আল্লাহ যদি সুস্থ রাখেন, সবকিছু যদি সহায় থাকে, আবার সুযোগ আসতে পারে। যদি সুযোগ আসে ভালো করার চেষ্টা করব।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকারের সঙ্গ দারুণ উপভোগ করছেন তাসকিন। কোচের কাছ থেকে শিখে নিচ্ছেন ফাস্ট বোলিংয়ের নানা কৌশল। ‘আমরা স্থানীয় বোলাররা সব সময় উনার সঙ্গে কথা বলে শেখার চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেন অনুমেয় বোলিং না হয়ে যায় সেদিকে উনি খুব জোর দেন। শুধু জোরে নয় বা শুধু ধীরে নয়, দুইটার মিশেলে সঠিক লাইন-লেংথে স্পট বোলিং নিয়ে উনি কাজ করছেন। আমাদের অনেক অনুপ্রাণিত করছেন উনি। আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করেন যে, আমরা ভালো করতে পারব। এটা সম্ভব, আমাদের সেই সামর্থ্য আছে। উনি অনেক আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। আশা করি, আমরা বোলিং ইউনিট উনার কাছ থেকে সামনে অনেক কিছু শিখতে পারব।’

নিজে একজন পেসার হওয়ায় ওয়াকার খুব সহজেই ধরে ফেলতে পারেন পেসারদের ভুল। তাসকিন মনে করেন, একজন পেসার প্রধান কোচ হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন তারা। ‘কোনো সন্দেহ নেই, উনি একজন কিংবদন্তি। অনেক ধরনের ক্রিকেট উনি খেলেছেন। অনেক বছর ক্রিকেট খেলেছেন। আমরা ম্যাচে কোনো ভুল করলে উনি সেটা খুব সহজে ধরে ফেলতে পারেন। উনি আমাদের বলেন, এই ভুলটা এই কারণে হয়েছে। আমরা খেলোয়াড়রা এই ভুলগুলো নিয়ে সতর্ক থাকি, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। সব মিলিয়ে উনি অনেক সাপোর্ট করছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads